শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় রাজ্যকে ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানি। সেদিনই কেস ডায়েরি হাজির করতে হবে আদালতে। একই সঙ্গে, এই সংক্রান্ত মামলায় বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ মৃতের ময়নাতদন্তের রিপোর্ট শুক্রবারের মধ্যে মৃতের স্ত্রীর হাতে তুলে দিতে হবে।
উল্লেখ্য,২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হয়ে ছিলেন শুভেন্দুর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। ঘটনার পর দিনই তাঁর মৃত্যু হয়। মামলার শুনানিতে শুভব্রতর স্ত্রী সুপর্ণার আইনজীবী অয়ন পোদ্দার জানান, “শুভব্রতর মৃত্যুতে যথেষ্ট রহস্য রয়েছে। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করছেন তাঁর স্ত্রী।একজন ব্যক্তি তার স্ত্রীকে বাড়ি ফেরার কথা জানালেন। তারপর সে কিভাবে আত্মহত্যা করতে পারেন ?” আইনজীবীর দাবি, ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন। তাঁর স্ত্রী মৃত্যুর সঠিক কারণ জানতে চান।” প্রসঙ্গত, ওই ঘটনার প্রায় তিন বছর পরে ২০২১ সালের জুলাই মাসে শুভব্রতর স্ত্রী সুপর্ণা স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এরপরেই শুভেন্দু হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
Discussion about this post