বিস্ফোরক অভিযোগ করল কংগ্রেস। আবার লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করার অভিযোগ উঠল। কংগ্রেসের তরফে শুক্রবার এ বিষয়ে লোকসভা অধিবেশনের একটি ভিডিয়ো ক্লিপ এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। তাতে স্পিকার ওম বিড়লার উদ্দেশে রাহুলকে মাইক চালুর অনুরোধ করতে শোনা যাচ্ছে। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিট দুর্নীতি নিয়ে লোকসভায় বলতে গিয়েছিলেন রাহুল। সেই সময় ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। একটি ভিডিও পোস্ট করে কংগ্রেস বলে, একদিকে নরেন্দ্র মোদি নিট নিয়ে কোনও কথা বলছেন না, বিরোধী নেতা কক্ষে যুবসমাজের হয়ে আওয়াজ তুলছেন।
কিন্তু এত গুরুতর বিষয়ে, যুবসমাজের আওয়াজ চাপা দিতে ষড়যন্ত্র চলছে, মাইক্রোফোন সুইচ অফ করার মতো সস্তা কাজ চলছে।রাহুল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার ওম জানান, তিনি সাংসদের মাইক্রোফোন বন্ধ করার কোনও নির্দেশ দেননি। তবে এর পরেই নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের দাবি কার্যত খারিজ করে তিনি বলেন, ‘‘আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হওয়া উচিত। অন্য বিষয়গুলি হাউসে রেকর্ড করা হবে না।’’ নিটের প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। রাহুল গান্ধী বলেন,’এটা লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত বিষয়। সংসদে পক্ষ-বিপক্ষে আলোচনা করে শিক্ষার্থীদের অভিন্ন বার্তা দিতে চাই’।
তবে বিষয়টি নিয়ে এখনই আলোচনা চাননি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার পর NEET নিয়ে বিতর্ক চেয়েছিলেন তিনি। বিরোধীদের মুলতুবি প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর ব্যাপক হট্টগোল শুরু হয়। মুলতবি করা হয় সংসদের কার্যক্রম। রাহুল গান্ধী স্পিকারের কাছে ২ মিনিট সময় চেয়েছিলেন বলে দাবি করে কংগ্রেস। এ নিয়ে স্পিকার বলেন,’আপনি শুধু দুই মিনিট নয়, আপনার দল পুরো সময় নিতে পারেন। আপনি সবিস্তারে বলুন। আপনি বিরোধী দলের নেতা। সংসদীয় রীতি মেনে চলুন’।
Discussion about this post