বিশ্ব উষ্ণায়ণের যুগে বাড়ছে গাছের গুরুত্ব। পরিবেশ বাঁচাতে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্যোগে এগিয়ে এল একটি সংগঠন। অরণ্য সপ্তাহ উদযাপনের সঙ্গে সঙ্গে বেশ কিছু উদ্যোগ নেওয়া হল।
বিশ্ব উষ্ণয়ন দিনে দিনে বাড়ছে। জনবসতি বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন সব কিছুই মানুষের জীবনের উপর গভীর প্রভাব ফেলছে। তাপমাত্রা যেমন বাড়ছে, পাল্লা দিয়ে ছড়াচ্ছে দূষণ। যার ফলশ্রুতি গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর যুগে অরণ্যের গুরুত্ব ক্রমশই উপলব্ধি হচ্ছে। প্রকৃতিতে গাছের অবদান অপরিসীম। তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ। হাড়োয়ায় পরিবেশ রক্ষা করতে উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিচালিত প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। অরণ্য সপ্তাহ উদযাপনে উদ্যোগ নেওয়া হল।
এই সংগঠনটি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পরিচালনায় চলে ও সমাজের বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজ করে থাকে। এবার পরিবেশকে বাঁচাতে তারা এগিয়ে এলেন। হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দফতরে বেশ কিছু ফলের গাছ লাগানো হয়েছে। পাশাপাশি আগামী দিনে রাজ্যের সমস্ত প্রশাসনিক ভবনে বৃক্ষরোপন কর্মসূচির অঙ্গীকার করেছেন তাঁরা।
এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেছেন হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু ঘোষ। হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি সহ অন্যান্যরা। শুধু গাছ লাগানো নয় তা রক্ষা করাও বড় দায়িত্বের মধ্যে পড়ে। সেই কাজেও যে বিশেষ নজর রাখা হবে তা জানালেন উদ্যোক্তারা
সংসদের দুই কক্ষেই পাস হয়েছে ওয়াকফ বিল এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই আইনি রূপান্তরিত হয়ে ওয়াকফ আইন রূপান্তরিত হয়েছে। দেশের বিভিন্ন...
Read more
Discussion about this post