বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে নানা সময়ে নানা অভিযোগ করেন বিরোধীরা। এনিয়ে সাধারণ মানুষের মধ্যেও কিছুটা অসন্তোষ রয়েছে। এবার নবান্ন থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই সুযোগ শুনলাম সিইএসসি ক পয়সা দাম বাড়িয়ে দিয়েছে। আমাদেরকে কিছু জানায়নি। বিদ্যুৎ দফতরকেও জানায়নি। সিইএসসির উপর তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তিনি বলেন, আমাদের WBSEDCL এক পয়সাও দাম বাড়ায়নি। এদিন নবান্নে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেই তিনি বলেন, ‘সিইএসসি দাম বাড়িয়ে দিয়েছে শুনলাম। আমরা জানতাম না। অন্তত একবার কথা বলতে পারত।’ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে উত্তরের দুর্যোগের পাশাপাশি বর্ষায় বিদ্যুৎ বিপর্যয় রুখতেও দাওয়াই দিলেন তিনি। সঙ্গে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়েও বার্তা দিলেন। বিষয়টি নিয়ে তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রীকে সিইএসসি-র সঙ্গে কথা বলারও নির্দেশ দেন। চলতি মাসে সিইএসসি গ্রাহকদের যে বিল পাঠাচ্ছে, তাতে গড় মাশুল ৫.৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। ৩০ জুন এ বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল সংস্থাটি। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে বর্ষায় বিদ্যুৎ নিয়ে সাবধানতা এবং সতর্কতা নিয়ে কিছু পরামর্শ দেন মমতা। ট্রান্সফর্মার বিকল হলে যাতে শিগগির তা মেরামত করা যায়, সেদিনে নজর দিতে বলেন তিনি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, কয়লার দাম বাড়লেই বিদ্যুৎ অবিলম্বে দামি হবে। বিদ্যুৎ উৎপাদন বা কেনার খরচের পুরোটা যাতে বণ্টন সংস্থাগুলি সঙ্গে সঙ্গে তুলতে পারে, তা নিশ্চিত করতে ২০২২ সালের ২৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে নয়া বিধি কার্যকর করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক।
সংসদের দুই কক্ষেই পাস হয়েছে ওয়াকফ বিল এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই আইনি রূপান্তরিত হয়ে ওয়াকফ আইন রূপান্তরিত হয়েছে। দেশের বিভিন্ন...
Read more
Discussion about this post