মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপি করার জেরে বঙ্কু মাহাতোকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ার দেদুয়া গ্রামের ঘটনা। গত মঙ্গলবার বাঁকুড়ার দেদুয়া গ্রামে মৃত্যু হয় বিজেপি কর্মী বঙ্কু বিহারী মাহাতোর। পুলিশের অনুমান জমিজমা বিবাদ সংক্রান্ত কারণেই তিনি খুন হয়েছেন। তবে সেই দাবি নাকচ করে দিয়েছে বঙ্কুর পরিবার। তাঁরা জানাচ্ছেন বিজেপি করার জেরেই রাজ্যের শাসকদলের রোষে পড়েছিলেন বঙ্কু। আর সেই কারণেই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। এদিন নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশ্বস্ত করলেন দলের তরফে সবরকমভাবে পাশে থাকার। নিহতের পরিবারের হাতে তুলে দিলেন ২ লক্ষ টাকা।
কোন জমিজমা সংক্রান্ত বিবাদ নয়। বঙ্কু খুন হওয়ার সম্ভাব্য কারণ প্রকাশ্যে তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু। কে জড়িত এই ঘটনায়, অভিযুক্তের নামও প্রকাশ করলেন। নিহতের পরিবারকে সুরক্ষা দেওয়ার কথাও জানালেন বিরোধী দলনেতা। বাড়ির গেটে সিসিটিভি বসানোর কথা বললেন। পাশাপাশি জানালেন দলের নেতা-কর্মীরা নিত্য খোঁজ-খবর রাখবেন বঙ্কু বিহারীর পরিবারের। শুভেন্দু তো গরুহারা চাষি। বিরোধীদের অভিযোগের কথা শুনে কটাক্ষ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। সেই সঙ্গে শেষ লোকসভা ভোটে বিরোধীদের ব্যর্থতার কথা তুলে ধরেও খোঁচা দিতে ছাড়লেন না। রাজনীতি করার জন্য রাজনীতি করছে বিজেপি। রাজ্যের শাসকদলের মন্তব্যে পরিস্কার। অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি বিজেপি করার খেসারত দিতে হয়েছে বঙ্কু বিহারীকে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তদন্ত সাপেক্ষ। মাঝখান থেকে ঝড়ে পড়ল একটি তরতাজা প্রাণ।
Discussion about this post