পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। শনিবার হল ভোটগণনা। আর ফল যতই প্রকাশ হতে শুরু করল, ততই ম্লান হতে শুরু করেছিল এনডিএ জোটের জয়ের সম্ভাবনা। লোকসভা নির্বাচনে যেমন এনডিএ-কে জোর টক্কর দিয়েছিল বিরোধী ইন্ডিয়া জোট। তেমনই বিধানসভা উপনির্বাচনেও দেখা গেল ইন্ডিয়া জোটের দাপট। ১৩টি আসনের মধ্যে ১০টি আসনই ছিনিয়ে নিল ইন্ডিয়া জোটের প্রার্থীরা। এনডিএ মাত্র ২টি আসন পেয়েছে। আর একটি আসন গিয়েছে নির্দল প্রার্থীর দখলে।
লোকসভা নির্বাচনের পর প্রথম বড় পরীক্ষাতেই ধরাশায়ী হল বিজেপি। বিধানসভা উপনির্বাচনের ১৩টি আসনের মধ্যে মাত্র ২টি জিতে কোনও রকমে মানরক্ষা করল মোদির দল। অপরদিকে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের দলগুলি ভালো ফল করেছে। হিমাচল প্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর জিতলেন দেহরা আসন থেকে। যদিও হিমাচল প্রদেশের হামিরপুর আসনে জিতলেন বিজেপির আশিষ শর্মা। বিজেপি দ্বিতীয় আসনটি জিতেছে মধ্যপ্রদেশের আমরাওয়া আসনে।সেখানে বিরোধীরা জিতেছে ১০টি আসন। এরমধ্যে পঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে জিতলেন আম আদমি পার্টির মহিন্দর ভগত। হিমাচলের নলগড় আসনে জিতেছে কংগ্রেস। উত্তরাখণ্ডের বদ্রিনাথ আসনে জিতেছেন কংগ্রেস প্রার্থী। উত্তরাখণ্ডের মাঙ্গলউর আসনটিও গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। আবার তামিলনাড়ুর ভিক্রাভান্ডি আসনে জিতেছেন ডিএমকে প্রার্থী। আর পশ্চিমবঙ্গের চারটি আসনই গিয়েছে তৃণমূলের ঝুলিতে। সবমিলিয়ে এবার বিজেপিকে মাত দিল বিরোধী জোট। যা দেখে প্রবল খুশি কংগ্রেস। চাপে বিজেপি নেতৃত্ব।
Discussion about this post