দিনহাটার পর মাথাভাঙ্গা। ফের বিরোধীদের লক্ষীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন এক তৃনমূল নেতা। দিনহাটার কিছু মহিলা তৃণমূলকে ভোট দেননি। বিজেপিকে ভোট দিয়েছেন। তাই তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন শাসক দলের স্থানীয় নেতা দীপক ভট্টাচার্য। অন্যদিকে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে মাথাভাঙা ১নং ওয়ার্ডে একটি পথসভার আয়োজন করা হয়েছিলো। এই সভা থেকে তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেন এবারের লোকসভা নির্বাচনে মাথাভাঙ্গা শহরের প্রতিটি ওয়ার্ডে তৃণমূল পরাজিত হয়েছে। সরকারের সব সুযোগ সুবিধা নেওয়ার পরেও অনেকেই বিজেপিকে ভোট দিয়েছে। তাদের চিহ্নিত করা হবে এবং তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। বিশ্বজিত রায়ের এই মন্তব্য নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। গোটা বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।
দলের নেতা বিরাজেন্দ্র বসু বলেন, “রাজ্য সরকার যখন কোনও প্রকল্প চালু করে তখন সেটা সবার জন্য করে ৷ সেক্ষেত্রে কে তৃণমূল, আর কে বিজেপি সেটা দেখে না। কিন্তু দীপক ভট্টাচার্য যা বলছেন তাতে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। “দলের জেলার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “দল এই মন্তব্য সমর্থন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। কাজেই এই প্রকল্প তৃণমূল বিজেপি সবাই পাবে।” এরপরই ওই সভা থেকে দীপক ভট্টাচার্য বলেন, “বসকোটাল গ্রামের কিছু মহিলা এত কিছু পাওয়ার পরেও তৃণমূলকে ভোট দেননি। বিজেপিকে ভোট দিয়েছেন। তাই তাঁদের নাম কেটে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে কেটে দেওয়া দরকার।”
Discussion about this post