একের পর এক রেল দুর্ঘটনা। পাশাপাশি অভিযোগ, কয়েক ঘন্টা লেট চলছে ট্রেন, রেল পরিষেবায় নাজেহাল যাত্রীরা। এই অবহেই এবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন তিনি। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ফলে বাজেট প্রত্যাশা দিন দিন বাড়ছে। মূল বাজেটের সঙ্গে রেল বাজেটকে যুক্ত করে দিয়েছে বিজেপি সরকার। ফলে এখন আর আলাদা করে রেল বাজেট পেশ হয় না। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রেল টিকিট ছাড় সংক্রান্ত বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন রেলযাত্রীরা।
করোনাকালের আগে বয়স্ক নাগরিক বা সিনিয়র সিটিজেনরা ট্রেনের টিকিতে বড়সড় ছাড় পেতেন। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পর যখন ট্রেন চলাচল স্বাভাবিক হয় তখন থেকে সমস্ত ছাড় তুলে দেয় রেল মন্ত্রক। ফলে সিনিয়র সিটিজেনরা কোনঅ ছাড় পাচ্ছিলেন না। যা নিয়ে বেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উঠছে ঝড়। বিভিন্ন সংগঠনঅ বয়স্ক নাগরিকদের ট্রেন ভাড়ায় পুনরায় ছাড় চালু করার দাবি তুলছে। এই বাজেটে আবার বয়স্ক নাগরিকদের ছাড় ফিরে আসতে পারে বলেই জানা যাচ্ছে।
করোনাকালের আগে, পুরুষ প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতেন। আর মহিলা প্রবীণ নাগরিকরা পেতেন ট্রেন টিকিটে ৫০ শতাংশ ছাড়। পুরুষদের ক্ষেত্রে বয়সসীমা ছিল ৬০ বছর, আর মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর। দুরন্ত, শতাব্দী, জন শতাব্দী, রাজধানী, মেল এবং এক্সপ্রেস ট্রেনের ট্রেন টিকিটে ভাড়ায় ছাড় দেওয়া হতো। কিন্তু এই ছাড় উঠে যাওয়ায় সকলকেই পুরো দাম দিয়ে টিকিট কাটতে হচ্ছে।
এরফলে দেশজুড়ে তৈরি হয়েছে ক্ষোভ। দরিদ্র সীমার নিচে অনেক প্রবীর নাগরিকই বর্তমানে ট্রেনের টিকিট কাটতে পারেন না। বিশেষ করে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন করতে হলে পাঁচ বার ভাবতে হচ্ছে। এতে বিনা টিকিটে যাওয়ার প্রবণতা বাড়ছে। বয়স্ক নাগরিকদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, বা অপমানিত করা হচ্ছে। সূত্রের খবর, এবারের বাজেটে বয়স্ক নাগরিকদের জন্য ট্রেনের টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ফিরে আসতে পারে। ওয়াকিবহাল মহলের ধারণা, তৃতীয় মোদি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, বহু ক্ষেত্রেই নমনীয় নীতি গ্রহণ করতে হচ্ছে। ফলে এবার প্রবীর নাগরিকদের ট্রেন টিকিটে ছাড় ফিরে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। পাশাপাশি রেল বাজেটে নিরাপত্তা, এবং যাত্রী সুরক্ষা নিয়ে বাড়তি অর্থ বরাদ্দ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Discussion about this post