বিদ্যুতের তার ছাড়াই বাড়িতে মিটার বসানোর অভিযোগ। মাসে হাজার হাজার টাকা বিল। পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা এলাকার ঘটনা। ১০ থেকে ১২ বছর আগের ঘটনা। ধ্রুব বাজার থেকে ঢিল চড়া দূরত্বে সরকারি উদ্যোগে বসানো হয় বিপিএল মিটার। অভিযোগ মিটার বসালেও এলাকায় বসেনি কোন বিদ্যুতের খুঁটি। টানা হয়নি তার। দীর্ঘদিন ধরে হুকিং করেই এলাকার বাড়িতে বাড়িতে আলোর ব্যবস্থা করা হয়েছে।
প্রতিদিন তাঁরা আশায় বুক বাঁধেন। এই বুঝি বিদ্যুতের তার জুড়বে ঘরে। কিন্তু আশা-প্রত্যাশা কোনটাই পূরণ হয় না। এদিকে বিলের বহর ক্রমশই চওড়া হচ্ছে। অভিযোগ কারোর মাস প্রতি বিল আসছে ২ হাজার টাকা, কেউ বা দিচ্ছেন ৫ হাজার টাকা। কারোর বা আরও বেশি ।
বিদ্যুৎ দফতরকে জানিয়ে কোন কাজ না হওয়ায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন নেতৃত্বের দ্বারস্থ স্থানীয় মানুষ। তবে এলাকাবাসীকে ভরসা যোগাচ্ছেন রামগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডল।
প্রতিশ্রুতি, ভরসা সবই রয়েছে। তবে প্রায় একদশক ধরে এলাকার ছবিটা পাল্টায় না। বার বার থেকে যায় একইরকম।
Discussion about this post