একের পর এক দুর্নীতির তালিকা বেড়েই চলেছে। নিয়োগ দুর্নীতি শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, পুরসভার নিয়োগ দুর্নীতির লম্বা তালিকা তুলে ধরেছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পুরসভায় নিয়োগ দুর্নীতিতে আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। সিবিআই এর চার্জশিট অনুযায়ী ২০২০ সালে করোনার লকডাউনের সময়কে দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাচু রায় ২৯ জন প্রার্থীকে বেআইনি পথে চাকরি পাইয়ে দিয়েছেন। বিশেষ আদালতে ৩২ পাতার যে চার্জশিট কেন্দ্রীয় সংস্থা জমা করেছে তাতে দাবি করা হয়েছে, নিয়োগের পরীক্ষা শুধু নয়, যে প্রশ্ন তৈরি হয়েছিল তাতেও বিস্তর গরমিল ছিল। সিবিআই সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভায় ২৯ জনের নিয়োগে প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের আগেই একদিনের মধ্যে নিয়োগে অনুমোদন করিয়েছিলেন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়।
২০২০ সালের ১৪ মে করোনা আবহে তিন টেবিল ঘুরিয়ে একইদিনে ২৯ জনের নিয়োগে অনুমোদন দেন তৎকালীন ডিএলবি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়।সিবিআই এর অভিযোগ কোভিডের সময়ে ‘স্পেশাল কেস’ বলে ফাইল পাশ করানো হয়েছে। সেই সময় ডিএলবি দফতরের এক কর্মী এই ধরনের নিয়োগে প্রশ্ন তুলেছিলেন। যদিও বিষয়টি পড়ে ধামাচাপা পড়ে যায়। একদিনের মধ্যে অনুমোদন দিয়ে সেই চিঠি পৌঁছে দেওয়া হয় দক্ষিণ দমদম পুরসভায়। পরদিন ১৫ মে তাঁদের নিয়োগের অর্ডারে সই করেন পাঁচু রায়। এই বিষয়ে পুর মন্ত্রীর বক্তব্য, ‘কেন্দ্রীয় সরকার পরিচালিত পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে সে সবের তদন্তে তো এত সক্রিয়তা চোখে পড়ে না। আসলে মানুষকে বিভ্রান্ত করতে নানা কথা বলা হচ্ছে।’
Discussion about this post