শক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে জায়গায় জায়গায় পরিস্থিতি হয়ে উঠল উত্তপ্ত। আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার চেয়ে আরজি কর হাসপাতালের অদূরে শ্যামবাজার ১ নম্বর মেট্রো স্টেশনের কাছে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। ধর্নামঞ্চ বেঁধে চলবে প্রতিবাদ। পদ্মশিবিরের অভিযোগ, বুধবার রাতে মঞ্চ বাঁধা হলেও বৃহস্পতিবার সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়। তার পর ওই জায়গাতেই মঞ্চ বাঁধার তোড়জোড় শুরু করতেই বিজেপি নেতা-কর্মীদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল। বিজেপি নেতৃত্বের দাবি অপরাধীদের আড়াল করতেই পুলিশের এই অপচেষ্টা। পরে শ্যামবাজারে উপস্থিত হন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, রূপা গঙ্গোপাধ্যায়। পরে রুদ্রনীল-সহ বেশ কয়েক জনকে টেনেহিঁচড়ে তোলা হয় পুলিশের ভ্যানে। একই দিনে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের ফাঁসির দাবি জানিয়ে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন তিনি।
আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...
Read more
Discussion about this post