তাঁর ঝুলিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসের এমন সব রেকর্ড রয়েছে যা বিশ্বের আর কারো নেই ।ক্রিকেট দুনিয়ার অনেক স্বনামধন্য খেলোয়াড় এসেছেন। এখন রয়েছেন ,আবার আগামী দিনেও আসবেন। তবে এখনো টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এই ভারতীয় তারকা ঝুড়িতে রয়েছে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড। তিনি তার পুরো টেস্ট জীবনে ৩১ হাজার ২৫৮ টি বল খেলেছেন। ২৮৬ ইনিংসে এই সংখ্যক বল খেলার রেকর্ড রয়েছে তাঁর ।এখানে বলে রাখা ভালো যে এখনো কোনো ক্রিকেটার ৩১ কেন ৩০ হাজার বল খেলার রেকর্ড সারা জীবনে নেই। উত্তরটা সচিন তেন্ডুলকার যারা ভাবছেন তারা সঠিক ভাবছেন না। যার কথা বলা হচ্ছে তিনি শচীন টেন্ডুলকারের সমসাময়িক তিনি ক্রিজে সবচেয়ে বেশিক্ষণ কাটানোর রেকর্ড করেছেন টেস্ট ক্রিকেটে ৭৩৫ ঘন্টা ৭২ মিনিট ব্যাট হাতে ক্রিজে কাটিয়েছেন তিনি ।এখানেই শেষ নয় তিনি এমন এক ক্রিকেটার যিনি তার টেস্ট ক্যারিয়ারে কখনো শূন্য রানে আউট হননি। ভারতের এই টেস্ট ক্রিকেটার ক্রিকেটের মহাতারকার নাম রাহুল দ্রাবিড় ।যিনি ভারতীয় দলের কোচ হিসেবেও বিশ্বজয় করেছেন। রাহুল দ্রাবিদের টেস্ট ক্রিকেটে যা রেকর্ড রয়েছে তা সুচি সৌরভদেরও নেই সুনীল গাভাসকার থেকে বিরাট কোহলিদেরও নেই।
বৃহস্পতিবার রঞ্জি ট্রফি ম্যাচে চার উইকেট দখল করে ইনজুরি থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সফরে বিপর্যস্ত ভারতীয় দল মহম্মদ শামিকে দেখা...
Read more
Discussion about this post