শাসকদলের ছাত্রনেত্রী রাজন্যা হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। তাঁর ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করার অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন রাজন্যা। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত। অভিযোগ দায়ের করেন রাজন্যা। বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে। অভিযোগ দায়ের করার পর রাজন্যা হালদার বলেন, যারা আর জি করের নারী নির্যাতন নিয়ে সুবিচার চাইছেন তাদেরই অনেকে আরেকজন নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন। আরজিকর কান্ডে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আর একজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া আদতে রাম বাম মনস্ক বলে কটাক্ষ করেন তিনি। তৃণমূল কংগ্রেস করার জন্যই তার প্রতি এই অশালীন মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ রাজন্যার। তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সোমবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে এদিন কাউন্সেলিংয়ে ২০ শতাংশ চাকরিপ্রার্থী অনুপস্থিত ছিলেন বলে...
Read more
Discussion about this post