দিন কয়েকের বৃষ্টি। তাতেই রাস্তা পরিণত হয়েছে পুকুরে। দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। দঃ ২৪ পরগনার জয়নগরের ঘটনা। রাস্তার পাশেই পুকুর। টানা কদিনের বৃষ্টিতে টলটল করছে পুকুরের জল। গোটা রাস্তাটাই এবড়ো খেবড়ো, খানাখন্দে ভরা। অটো, টোটো চলাচলের সময় ডুবে যাচ্ছে প্রায় অর্ধেক চাকা। নিত্যদিন দুর্ঘটনার আশঙ্কা। রাস্তার বেহাল দশা দেখে চিন্তিত পথচারীরা। রাস্তার দুর্দশার কারণে নাস্তানাবুদ প্রায় সকলে।
রাস্তার দু-ধারে রয়েছে দোকান-পাট, বাড়িঘর। দক্ষিণ বারাসত থেকে জামতলা হয়ে কেল্লা যাওয়ার পথে পড়ে এই রাস্তাটি। রাস্তার বুক থেকে বহু জায়গায় উঠে গিয়েছে পিচ। হাট উপলক্ষ্যে সপ্তাহে দু-দিন বহু মানুষের সমাগম ঘটে এলাকায়। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া সকলেই যাতয়াত করে এই পথে। ছোট বড় গাড়ি মিলিয়ে প্রতিদিন কয়েকশো গাড়ির চলাচল। সকলেই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছে। সামনেই পুজো। রাস্তায় মানুষের চলাচল বাড়বে। শীঘ্রই সংস্কার না হলে যেন নৌকা চলাচলের আয়োজন করা হয়। কটাক্ষের সুরে বলছেন স্থানীয়রা।
Discussion about this post