১৪ অগাস্ট ২০২৪, এক অনন্য স্বাধীনতার রাতের সাক্ষী থেকেছিল বাংলার মানুষ। আর জি কর হাসপাতালে, নিজের কর্মস্থলে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছিলেন মেয়েরা। যেই রাতে এই নির্মম ঘটনা ঘটানো হয়েছিন, সেই রাত দখল করতে রাতের রাজপথে নেমেছিলেন মহিলারা। বয়সও বাধা মানে নি। কোথাও আট বছরের একটি মেয়েকে দেখা গেল ‘জাস্টিস ফর আর জি কর’ বলতে বলতে হেঁটে চলেছে, কোথাও আবার এক বৃদ্ধা লাঠি ধরে পা মেলালেন মিছিলে। ১৪ অগাস্টের পর এবার ৪ সেপ্টেম্বর। আবারও রাতের রাস্তা দখল করার ডাক কলকাতা থেকে জেলায় জেলায়। জুনিয়র ডাক্তারদের তরফে আহ্বান জানানো হয়েছে, বুধবার রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচি করা হবে। মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শুনানির আগের রাতে নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়।
ভাইরাল হয়েছে সেই পোস্ট। লেখা হয়েছে, ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে বিচারব্যবস্থার দিকেও। প্রশ্ন এক, ‘২৬ দিন গেলেও ধর্ষণের বিচার নেই কেন?’ এখনও পর্যন্ত যা খবর, কলকাতার কলেজ স্ট্রিট, শ্যামবাজার, নিউটাউন, সিঁথির মোড় সহ বিভিন্ন প্রান্তে জমায়েত হওয়ার কথা। এছাড়াও, বাঁকুড়া, বারাসত, চুঁচুড়া, বালুরঘাট দিকেদিকে পথে নামবেন মেয়েরা। ৪ সেপ্টেম্বর কোথায় কোথায় হবে এই কর্মসূচি? জানা যাচ্ছে, কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার, যাদবপুর 8বি বাসস্ট্যান্ড, বিশ্ববাংলা গেট, সিঁথির মোড়, বারাসাত ডাকবাংলো মোড়, কলেজ স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ক্রসিং, করুণাময়ী, সল্টলেক, সখেরবাজার, বেহালা, রুবি মোড়, আগরপাড়া, সল্টলেক, পিএনবি, বেহালা কদমতলা, লেকটাউন ঘড়ির মোড়, চাঁচাই, বারোয়ারিতলা, পূর্ব বর্ধমান, রাসবিহারী, গড়িয়া, বোড়াল, রক্ষিতের মোড়, গান্ধি মূর্তির পাদদেশ, দমদম স্টেশন, শিবতলা, ধান্যকুড়িয়া, দোলতলা, মধ্যমগ্রাম, বারাসাত স্টেশন , বাগুইয়াটি থেকে বেরোবে মিছিল।
Discussion about this post