ফের বিদেশ সফর করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। জানা যাচ্ছে, রাশিয়া সফরে গিয়েছেন তিনি। সম্প্রতি বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হয়েছিল, বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে? ফের সেই সম্ভাবনা জোরালো হচ্ছে? বিশেষত, সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছিল বাংলাদেশের রাজনীতি। এরপরই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঢাকায় সেনানিবাসে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরপর একাধিক বৈঠক করেন। তারপরই বোঝা যায় ,বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে সেনাপ্রধান ওয়াকার উজ জামান সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছেন। সক্রিয় করে তুলছেন সেনাবাহিকে। কারণ এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যেই সেনাপ্রধান নিশ্চিন্তভাবে বিদেশ সফরে গিয়েছেন।
বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে, রাশিয়া সফরে গিয়েছেন সেদেশের সেনাপ্রধান। রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন তিনি। ফের ১২ এপ্রিল তাঁর দেশে ফেরার পালা।
উল্লেখ্য, বাংলাদেশের সামরিক অভ্যুত্থান নতুন কোনও বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। সম্প্রতি সেনাপ্রধানের মধ্য আফ্রিকার সফরের আগেও সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গ উঠে এসেছিল। ফলে বাংলাদেশ সেনাপ্রধানের রাশিয়া সফর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বিপরীতে অবস্থানের পরিকল্পনা নতুন জল্পনার জন্ম দিচ্ছে পদ্মা পাড়ের রাজনৈতিক অন্দরে।
তবে বাংলাদেশে সেনাপ্রধান যেভাবে সক্রিয় হয়েছেন, এবং সেনাবাহিনকে রাস্তাই নামিয়েছেন, সেখানে বোঝা যাচ্ছে, কিছু একটা ঘটতে চলেছে দেশের অন্দরে। এখন দেখার শেষমেশ কি ঘটে।
Discussion about this post