বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার বিষয়টি যত দিন যাচ্ছে তত পাকা হচ্ছে। এটার যেটুকু অনিশ্চয়তা ছিল, সেগুলি কেটে গিয়ে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে। বাংলাদেশে একপক্ষ মনে করছে, আওয়ামী লীগের সঙ্গে জামতের সম্পর্ক বেশ মজবুত রয়েছে, আবার একপক্ষ মনে করছে বিএনপি ভারতের কথাতে আওয়ামী লীগকে ওয়াকওভার দিচ্ছে। এরমধ্যে দেখা গিয়েছে, ঢাকায় আওয়ামী লীগের মিছিল। যেখানে বহু মানুষ অংশ নিয়েছে। এমনকি এই মিছিলের পর ছাত্রনেতারা যে ভয় পেয়েছে সেটা হাসনাত আব্দুল্লাহের একটি ফেসবুক পোস্টে পরিষ্কার। অন্যদিকে গোপালগঞ্জে দেখা যাচ্ছে, বঙ্গ বন্ধু মাজারকে কেন্দ্র করে সেখানে বিপুল সংখ্যক নেতা, কর্মীর শপথ গ্রহণ। এমনকি গোটা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পতনের পর থেকে খানিকটা ব্যতিক্রমী আচরণ করছে। এমনকি এখনও বেশ কয়েকটি জায়গায় আওয়ামীলিগের কর্তৃত্ব রয়েছে। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও ক্লিপ সামনে এসেছে। তবে সম্প্রতি যে ক্লিপটি ভাইরাল হয়েছে সেখানে বাংলাদেশের ফেরার প্রতিশ্রুতি থেকেও রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা বিশেষ গুরুত্ব দিচ্ছে তার একটি কথাতে। সেটা হল, তার দলীয় নেতাকর্মীদের কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। তার এই বার্তা যে বিশেষ ইঙ্গিত দিচ্ছে, সেটা পরিষ্কার। তার এই বার্তার পর তৃণমূল স্তরে রাজনীতির কিছুটা বদল এসেছে। তবে তার এই ভাইরাল অডিওতে কি বলছেন শেখ হাসিনা, শুনুন…
সম্প্রতি বাংলাদেশে অন্তবর্তী সরকার যে ভাবে গোটা দেশ চালাচ্ছে, তাতে বেশিরভাগ মানুষ অসন্তুষ্ট হয়ে পড়েছে। কোনওভাবেই তারা চাইছে না, এই সরকার থাকুক। এমনকি কেউ কেউ প্রবলভাবে চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক। শুধু তাই নয়, কোথাও কোথাও পোস্টার পড়েছে, আওয়ামী লীগ ফিরবে, ভয়ঙ্করভাবে ফিরে আসবে। ছাত্রলীগ ফিরে আসবে। যুবলীগ ফিরবে। আর সেটাই প্রায় হচ্ছে। ঢাকাতে আওয়ামী লীগের মিছিল, তাদের সক্রিয়তা, হাসিনার বক্তব্য….সব মিলিয়ে বাংলাদেশে শেখ হাসিনার ফেরার সময়ের অপেক্ষা। বলছেন রাজনৈতিক মহলের একাংশ।
Discussion about this post