একজন পাকিস্তান মুখো বাংলাদেশী ফ্রান্সে বসে যা খুশি তাই বলে যাচ্ছেন, আর বাংলাদেশের কিছু মানুষ মহান হুজুরের বানী মনে করে, গিলে যাচ্ছে। ও দাদা, আপনি বাংলাদেশ নিয়ে যা খুশি বলতে পারেন।তাই বলে পূর্ব পূরুষ এবং মুক্তিযোদ্ধাদের বাটপাড় বলবেন। আপনার দেশের ইতিহাস, আপনি তো ভালো করেই জানেন। আপনি কেমন বাংলাদেশী,সে তো আপনিই ভালো জানেন। তবে আপনার মধ্যে এতটাই পাকিস্তান প্রেম যে নিজের দেশের ইতিহাসকেই বিকৃত করতে ছাড়ছেন না ।
আপনি যে বললেন, পশ্চিম পাকিস্তানের ৪৪ শতাংশ মানুষ মোট রাজস্বের ৭৪ শতাংশ জোগান দিত। আপনি যখন বলছেন নিশ্চয় তাই হবে, আপনার জ্ঞানের সঙ্গে তর্ক করবো না। একটু জানাবেন ৪৪ শতাংশ মানুষ তাদের ভাষা ৫৬ শতাংশ মানুষের উপর চাপিয়ে দিতে চায় কি করে, এটিকে কি আপনি তাদের মহানুভবতা বলবেন। ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের থেকে আপনার বেশী জানা আছে, এ বিষয়ে আমাদের কোন সন্দেহ নেই। মানে দাদা আপনার জ্ঞান এবং শিক্ষা নিয়ে আমাদের সন্দেহের অবকাশ নেই, শুধু পাকিস্তান প্রেম কেন-বাংলাদেশের থেকে বেশী, সেটি নিয়েই কৌতুহল এই আর কি, মানে আপনি যা বললেন তাতে তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে অন্যায় করেছে বলে মনে হল।যদিও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন, তার মুখেই শোনাবো আপনাকে। দাদা গো আপনি জানেন ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ১৬৭টি আসন জয় করেছিল। এটি পূর্ব পাকিস্তানের মোট আসনের প্রায় ৯৮% আর ঐ সাধারণ নির্বাচনে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি ৮১টি আসন জয় করেছিল। ফলে স্বাভাবিক ভাবেই শেখ মুজিবরের প্রধানমন্ত্রী হওয়ার কথা, কিন্তু তিনি সেই দাবী নিয়ে গেলে তাকে জেলে বন্দি করা হয়। ভুল হলে ঠিক করে দেবেন।আপনি তো এখন আমেরিকারও বড় দাদা। মানে বলতে চাইছি সবার ভুল ঠিকের দায়িত্বতো আপনিই নিয়েছেন।
সে যাক, দাদা একটা জায়গায় হিসাব মেলাতে পারছি না।আপনি যে মুক্তিযুদ্ধকে বাটপাড়ি এবং মুক্তিযোদ্ধাদের বাটপাড় বললেন, সে তো ঠিক আছে, কিন্তু তারেক রহমান মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র। যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।সেই মুক্তি যুদ্ধের অন্যতম নায়ক জিয়উর রহমানের পুত্রকে প্রধান সহ উপদেষ্টা বানাতে চাইছেন সেটি কি ভবিষ্যতে গা বাঁচানোর চেষ্টা।
বাংলাদেশের জনগণের একটা অংশ যেখানে ভারতের বিরোধিতা করতে ব্যাস্ত। ওই দেশের তদারকি সরকারের অভ্যন্তরেও যেখানে ভারত বিদ্বেষী কয়েকজন উপদেষ্টা আছেন।...
Read more
Discussion about this post