বাংলাদেশের রাজনীতির আঙিনায় রোজই নতুন করে ঘটনার ঘনঘটা। ফের খবরের শিরোনামে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শেষ মুহূর্তে বাতিল হল তার আমেরিকা সফর। যখন ড. মোহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এবং সেনাকর্তারা একের পর এক দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন, তখন বাংলাদেশের সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর বাতিল করা হল! ঘনাচ্ছে একাধিক প্রশ্ন।
জানা যাচ্ছে, ১১ই মে আমেরিকা সফরে যাওয়ার কথা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের। ৫দিনের এই সফর ছিল বলে খবর। হঠাৎই বাতিল করা হয়। তবে কি কারণে এই সফর বাতিল করা হয়েছে, সেটা নিয়ে কিছু জানায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমনিতেই আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ নিয়ে তপ্ত বাংলাদেশের রাজনীতি। তারউপর সেনাপ্রধানের সফর বাতিল ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।
এদিকে খবর রয়েছে, হঠাৎই ঢাকা ছেড়েছেন পাকিস্তানের হাই কমিশনার সইদ আমেদ মারুফ। যেদিন সেনাপ্রধানের সফর বাতিল করা হয়েছে, সেইদিনই তাকে দেশে ডাকা হয়েছে বলে খবর। যা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। খবর পাওয়া যাচ্ছে, মারুফ দু দিনের বাংলাদেশ সফরে এসে নিজেকে কক্সবাজারের হোটেলেই বন্দি ছিলেন। সেখানে তিনি জামাত ই ইসলামী এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রতিনিধির সঙ্গে দেখা করেন। কিন্তু পাকিস্তান থেকে যেতে বলা হলে তড়িঘড়ি তিনি বাংলাদেশ ছাড়েন।
এদিকে নাটকীয় মোর বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার দাবি উঠতেই বিএনপি জানিয়েছিল, এটার পক্ষে তারা নয়। অন্যদিকে যখন আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হল তখন উল্টো সুর গাইতে শুরু করে বিএনপি। তবে এখন দেখা যাচ্ছে, ফের অন্য কথা। বিএনপি সহ একাধিক বিরোধী দলগুলি দাবি তুলেছে, এই সিদ্ধান্ত সমস্ত দলের সঙ্গে বসে নিতে পারত। জামাত ও বিরোধিতা জানিয়েছে। ফলে এই ঘন ঘটার মধ্যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।
Discussion about this post