বাংলাদেশে শাসন ক্ষমতায় রয়েছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সরকার। তিনি চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে। কিন্তু সেই বৈঠক না হলেও এইবার মঙ্গলবার বৈঠক সারলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠক করেন তাঁরা।
হাসিনা সরকারের পতন হয়েছে। অন্তবর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম দু দেশের মধ্যে বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠক হল। সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সহমত হন।
বৈঠকের পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জয়শঙ্কর বলেছেন, আজ সন্ধেতে নিউইয়র্কে বাংলাদেশের উপদেষ্টা তৌহিদ হোসনের সঙ্গে বৈঠক হল। সেখানে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা আলোচনা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় বৈঠকের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে এই আলোচনার মধ্যে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যর্পণ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা তা দু দেশ কোনওভাবে স্পষ্ট করেনি।
প্রসঙ্গত, বাংলাদেশের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক করার কথা জানানো হয়েছিল। কিন্তু কিন্তু সেই আহ্বান গ্রহণ করতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, তিনদিনের মার্কিন সফরের সমস্ত কর্মসূচি আগেই ঠিক করা হয়ে গিয়েছিল। সেই কারণের বৈঠক করতে পারেনি নয়া দিল্লি।
Discussion about this post