বাংলাদেশে একটি রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আর এরই মাঝে প্রায়ই নানা মহলে বৈঠক, আলোচনা হচ্ছে। এমন খবর প্রায় সময় উঠে আসে। ইতিমধ্যেই সেনা সদর দফতরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বৈঠক করছেন সেনা কর্তাদের সঙ্গে। সেই খবর নিশ্চিত করছেন বহু সাংবাদিক, গণমাধ্যম।
রাজনৈতিক বিশ্লেষকরা স্মরণ করাচ্ছেন, এরকম একটি বৈঠক হয়েছিল ২০২৪ এর ৩ অগাষ্ট। সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল। অনেকেই মনে করেন, ৫ ই আগস্ট সরকার পতনকে ত্বরান্বিত করেছিল। আর এখন যে বৈঠকটির কথা উঠে আসছে, তাতে কি ঘটতে চলেছে, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে অনেকে বলছেন, এই বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন অঞ্চলে মানবিক করিডোরকে ঘিরে। বহু গণমাধ্যম বলছে, গত ১৮ তারিখে প্রধান উপদেষ্ট মোহাম্মদ ইউনূস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফিসার স্টাফ কামরুল হাসান ১৮ তারিখে একটি বৈঠক করেন। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে মিয়ানমারের মানবিক করিডর নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের দ্বিমত রয়েছে। তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না। সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেন, যে মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি ও জ্যকবসনের সঙ্গে সাক্ষাৎ করিয়ে সেনাপ্রধানকে রাজি করানো হবে। তবে তিনি তাতে রাজি হয়েছেন কিনা, সেই নিয়ে নানা বিষয়ে কথা উঠে আসছে। তবে সেনা সদরে বৈঠকের পর সেটি আরও বোঝা যাবে।
তবে বহু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধান ওয়াকার রাজি হননি।কারণ তিনি খুব ভালো করে জানেন, মানবিক করিডর হলে বহু সমস্যা রয়েছে। তাই জন্য দেশের সার্বিক পরিস্থিতির উপর বিচার করে তবেই জেনারেল ওয়াকার উজ জামান সিদ্ধান্ত নেবেন, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Discussion about this post