প্রতীক্ষার অবসান। অবশেষে পূর্ব প্রতিশ্রুতি মতো পদ্মার ইলিশের প্রথম লট এসে ঢুকলো ভারতের পেট্রোপোল সীমান্তে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ প্রথম গাড়িটি উত্তর চব্বিশ পরগনার বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোলে আসে। ইম্পোর্টার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় প্রথম গাড়িতে চার টন ইলিশ এসেছে। পাশাপাশি ছয়টি থেকে সাতটি গাড়িতে করে মোট ২৫ থেকে ৩০ টন ইলিশ এসে পৌঁছাতে পারে পেট্রাপোলে বলে জানিয়েছে ইমপোর্ট সংস্থার আধিকারিক। আজ, শুক্রবার রাতের মধ্যেই আমদানিকৃত ইলিশ গুলি পৌঁছে যাবে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় শুক্রবার থেকে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে এপার বাংলার বিভিন্ন খুচরা বাজারে। আমদানিকৃত ইলিশের ওজন এক কিলো ও তার ঊর্ধ্বে হলে আনুমানিক মূল্য ২০০০ টাকা হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’র সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, বৃহস্পতিবার রাতেই, কলকাতা, হাওড়া-সহ রাজ্যের চারটি বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের ইলিশ। শুক্রবার থেকেই রাজ্যের খুচরো মাছ বাজারে মিলবে পদ্মার ইলিশ। প্রাথমিক ভাবে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’বলে জানান, সৈয়দ আনোয়ার মাকসুদ। তবে কত হতে পারে ওই ইলিশের দর? তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। কারণ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন একরকম নিয়মিত ইলিশ আসত ভারতে। শেখ হাসিনা সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করলেও গত কয়েক বছরে দেখা গিয়েছে, দুর্গাপুজোর সময়ে ভারতে ইলিশ রফতানি করা হত বাংলাদেশ থেকে। এবার হাসিনা নেই, ইউনূসের তরফেও ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছিল না। তাই তৈরি হয়েছিল সংশয়। পরে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় ইউনূস সরকার।
বাংলাদেশে আওয়ামী লিগের সরকারের পতনের পর থেকেই ভারতীয় দূতাবাস কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি সেখান থেকে ভিসা প্রদান কার্যক্রমও বন্ধ...
Read more
Discussion about this post