অনেকেই সবেমাত্র অফিসে ঢুকে কাজ শুরু করেছিলেন। আবার কেউ বাড়িতেই কম্পিউটার খুলে বসেছিলেন। আচমকাই দেখা গেল কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে থেমে গিয়েছে। সেই সময় অনেকেই নিজের প্রজেক্ট সেভ করার সুযোগটুকু পাননি। ফলে মাথায় হাত দিয়ে বসে যান তাঁরা। এরপরই শুরু হয় খোঁজখবর। কেন এমন হল, শুধু তাঁরই কম্পিউটারে কোনও সসম্যা দেখা দিল কিনা। সবাই সবাইকে ফোন করছেন, কেউ আবার কম্পিউটারের তার ধরে টানাটানি শুরু করেছেন। তথ্যপ্রযুক্তির কর্মীরা ছোটাছুটি করছেন, সকলেই সমস্যা হাতড়ে বেড়াচ্ছেন। তখনই জানা গেল মাইক্রোসফ্ট উইন্ডোজ়-এ কোনও বড়সড় সমস্যা তৈরি হয়েছে।
শুক্রবার সকাল থেকেই কম্পিউটারের এই উদ্ভট সমস্যায় জেরবার হলেন অনেকেই। জানা যাচ্ছে এই ধরণের সমস্যাকে কম্পিউটারের পরিভাষায় বলা হয়, ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’। কম্পিউটার স্ক্রিন নীল হয়ে যাওয়ার পরই যে বার্তাটি দেখাছিল তা হল— ‘ইয়োর ডিভাইস র্যান ইনটু আ প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট। উই আর জাস্ট কালেক্টিং সাম এরর ইনফো, অ্যান্ড দেন উই উইল রিস্টার্ট ফর ইউ”। এও জানা যাচ্ছে, ব্লু স্ক্রীনের সমস্যাটি তৈরি হয়েছিল গোটা বিশ্বজুড়েই। শুক্রবার সকাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজ়-এ সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসতে থাকে সামাজিক মাধ্যমে।
তখনই মাইক্রোসফট কোম্পানি তাঁদের সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানিয়ে দেয়, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। আর মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজের এই সমস্যার জেরে ভারত, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে সরকারি অফিস, ব্যাঙ্ক এবং বেসরকারি অফিসগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে। যদিও কিছু সময় পর ফের আপনা থেকেই সক্রিয় হয়ে যায় সকলের কম্পিউটার। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে।
Discussion about this post