বাংলাদেশে চলছে চরম অরাজকতা। অন্তত বিভিন্ন গণমাধ্যম সূত্রে তেমন ছবিই লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত তথ্য সামনে আসছে, তা একেবারে হাড়হিম করার মতো। লাগাতার চলছে অত্যাচার। বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা হিন্দুদের যখন নির্যাতন করছে, তখন সেই নির্যাতন নিয়ে সরব হলেন সে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। ভারতে এসে কার্যত সে দেশের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারা।
এদিকে নোবেলজয়ী ইউনূস বলেন, আমরা প্রত্যেকেই একই পরিবারের সূত্রে বাঁধা। প্রত্যেকেই যেন নিজেদের প্রাথমিক দায়িত্ব পালন করতে পারি। প্রত্যেকেই শান্তি রেখে চলা উচিত। এদিকে বাংলাদেশের এক হিন্দু আইনজীবী বলেন, গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক মামলা দেওয়া হচ্ছে। সংখ্যালঘুদের উপর আঘাত হানা হচ্ছে। এমনকি, তাদের বাড়িঘর ভাঙচুর চালানো হচ্ছে। আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বহু মন্দিরও ভাঙচুর করা হয়েছে বলে দাবি। এমনকী নারীদের শ্লীলতাহানি করা হয়ে বলে গুরতর অভিযোগ উঠছে।
অর্থাৎ মহম্মুদ ইউনূস একরকম কথা মুখে বলছেন আর কাজ করছেন আর একরমক। তা কার্যত স্পষ্ট। তিনি মুখে শান্তির বার্তা দিচ্ছেন। কিন্তু আদতে দেখা যাচ্ছে জ্বলছে বাংলাদেশ। এমনকি সরকার এবং কট্টরপন্থী মৌলবাদীদের এই আচারণ যে একেবারেই মেনে নিতে পারছেন না সে দেশের মুসলিম মানুষদের একাংশ, এখন তা ধীরে ধীরে বোঝা যাচ্ছে। জানা গিয়েছে, কলকাতায় চিকিৎসা করাতে এসেছেন বাংলাদেশের কিছু মানুষ। তারা বলছেন, ঢাকাতে কার্যত ভাঙচুর, লুটপাট চলছে। এমনকি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আর ঘটনা আরও তীব্র হয়ে উঠেছে ৫ই অগাস্টের পর থেকে। আবার কেউ বলছেন, কিছুদিনের জন্য ভারতে এসেছি। আবার ফিরতে হবে। কিন্তু বাংলাদেশে যা চলছে তাতে আমরা ভীতসন্ত্রস্ত।
বাংলাদেশের চট্টগ্রামে একসময় থাকতেন অমরনাথ দত্ত। এখন তিনি ভারতে থাকলেও তার অতামীয় স্বজনেরা বাংলাদেশেই রয়ে গিয়েছেন। তিনি ওপার বাংলার পরিস্থিতি শুনে কার্যত স্তম্ভিত। এমনকি মহিলারা শাখা, সিঁদুর পরে বাইরে বেরোচ্ছেন না। হিন্দু মহিলা বুঝতে পারলেই, তাদের উপর আক্রমণ করা হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন। এমনকি বহু ময়ে, মহিলা নিখোঁজ হয়ে যাচ্ছে। কিন্তু হেলদোল নেই প্রশাসনের। বাড়ি বাড়ি হামলা চালানো হচ্ছে। কার্যত তালিবানি চলছে বাংলাদেশে। এই অভিজ্ঞতা আরও অনেকেই শেয়ার করছেন। সেখানে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
এই খবরও সামনে আসছে, সে দগেশের হিন্দুদের উপর হয়ে চলা অত্যাচার নিয়ে সেখানকার সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন ভারতের বিশিষ্ট মুসলিম নাগরিকরা। তারা সেই চিঠিতে উল্লেখ করেছেন, যেভাবে বাংলাদেশ অশান্ত হয়েছে, তা ইসলামের নীতির সঙ্গে যায় না। এই নিয়ে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ করুক সরকার।
Discussion about this post