দু দিনের সফরে ভারতে এসে পৌঁছলেন জ্যাক সুলিভন। একদিকে যখন ওয়াশিংটনে রাজনৈতিক পালাবদল, তখন ভারত সফরে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভন। যা নিয়ে কার্যত রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। তবে বাংলাদেশ নিয়ে অজিত ডোভেলের সঙ্গে তিনি আলোচনায় বসছেন, তা প্রায় নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে আমেরিকার বিদেশ দফতরের তরফে।
আর মাত্র কটা দিন। চলতি মাসের ২০ তারিখে প্রেসিডেন্ট হিসাবে সিংহাসনে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সে দেশের বিদায়ী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে শেষ ভারত সফর তাঁর। ট্রাম্প সরকারের আমলে ওই পদে আসীন হতে চলেছেন মাইকেল ওয়াল্টজ। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জ্যাক সুলিভন ভারতে এসেছেন, তার কারণ আদানির বিরুদ্ধে ওঠা ঘুষের মামলা এবং খুনের চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে অজিত ডোভালকে সমন পাঠানোয় কোনওরকমভাবে ভারত এবং আমেরিকার কৌশলগত সম্পর্কে প্রভাব না পড়ে। পাশাপাশি বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, তা নিয়েও বৈঠক হয়েছে বলে মনে করছেন অনেকে।
সূত্রের খবর, অজিত ডোভালের পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন জ্যাক সুলিভন। অনেকে বলছেন, সম্প্রতি আমেরিকাতে যেভাবে খালিস্তানিদের দৌরাত্ম্যা বেড়েছে, তা নিয়েও ওয়াশিংটনের সঙ্গে কথা হতে পারে নয়াদিল্লির। তবে বাদ যাবে না বাংলাদেশ ইস্যু। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বেড়েছে পাকিস্তানিদের দাপট। পাকিস্তান সরকারের সঙ্গে নতুন করে সুসম্পর্ক স্থাপন করছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহমমুদ ইউনূস। এই পাক-ঘনিষ্টতা যে একেবারেই ভারত ভালোভাবে নিচ্ছে না, তা কার্যত স্পষ্ট। এমনকি খবর রয়েছে, ফেব্রুয়ারিতে ঢাকা সফর করবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার। তিনিই নাকি বাংলাদেশকে ভাই বলে সম্বোর্ধন করেছেন সম্প্রতি। অর্থাৎ, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কতটা দৃঢ়, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, এরমধ্যেই ভারতে জ্যাক সুলিভনের সফর ঘিরে জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, জ্যাক সুলিভনের সঙ্গে ভারতের আর যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, তা হল…
আলোচনায় উঠে আসতে পারে, চীনের অত্যাধিক সক্ষমতা তৈরি হয়েছে, তা লিগ্যাসি বায়োফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেইনের প্রসঙ্গ। এর পাশাপাশি উঠে আসতে পারে, ভারত ও আমেরিকার নতুন বাণিজ্যিক মহাকাশ সহযোগিতার প্রচারের বিষয়। তবে ভারতে জ্যাক সুলিভনের দু দিনের সফর নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চার শেষ নেই। আমেরিকার রাজনৈতিক পালাবদলের ঠিক আগের মুহূর্তে ভারত সফরে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভন। যা নিয়ে নানারকম প্রসঙ্গ উঠে আসছে। তবে বাংলাদেশ নিয়ে অজিত ডোভেলের সঙ্গে তিনি আলোচনায় বসছেন, তা প্রায় নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে আমেরিকার বিদেশ দফতরের তরফে। তবে এখন দেখার, দুই দেশের আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়ে বৈঠকে ঠিক কি উঠে আসে!
Discussion about this post