আরজি কর হাসপাতালে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ নেতা তথা জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে। এহেন আশিসকে নিয়ে সোমবার আদালতে বড় দাবি করল সিবিআই। এরই সঙ্গে আশিসকে নিজেদের হেফাজতে রাখার আবেদনও জানায় সিবিআই। সেই আবদেন মঞ্জুর করেন বিচারক। এই আবহে ১১ অক্টোবর পর্যন্ত আশিস পাণ্ডে সিবিআই হেফাজতেই থাকবেন। আদালতে সিবিআইয়ের তরফে দাবি করা হয় যে, আরজি কর হাসপাতালে হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হত। আশিসের বিরুদ্ধে এই বিষয়ে টাকার লেনদেন চালানোরও অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ‘সন্দীপ-ঘনিষ্ঠ’ বলে পরিচিত আশিস কী ভাবে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখতে পুনরায় হেফাজতে নেওয়া প্রয়োজন বলে আদালতে জানায় সিবিআই।
শীতের বিরতি রাজ্যে। সারাদিন মেঘলা আকাশ বৃষ্টির পূর্বাভাস।দক্ষিণবঙ্গের ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সামান্য...
Read more
Discussion about this post