বর্তমানে জিও বা এয়ারটেলের গ্রাহক সংখ্যায় সবথেকে বেশি। কিন্তু এই দুই কোম্পানী যেভাবে দিনে দিনে রিচার্জের দাম বাড়াচ্ছে, তাতে হিমশিম খেতে হচ্ছে উপভোক্তাদের। নানা অফারের মাঝেও বেশ টাকা খরচ করতে হয় জিও, এয়ারটেলের গ্রাহকদের। এবার সেই গ্রাহকরাই এখন BSNL মুখী। কারণ এই কোম্পানী কম টাকায় দিচ্ছে সুবিধাজনক পরিষেবা। রয়েছে আকর্ষণীয় অফারও। যা লুঠ করছেন গ্রাহকরা।
BSNL -এ বেশ কিছু জনপ্রিয় অফার রয়েছে। তবে অফার থাকলেও অনেকে বলেন BSNL-এ নেটওয়ার্কের সমস্যা হয়। তবে শহরতলিতে এর পরিষেবা দূর্দান্ত। তবে গ্রামের একটু সমস্যা হয়। কিন্তু যা লোভনীয় সব অফার দিচ্ছে বিএসএনএল, তা লুফে নিতে চাইছে বহু গ্রাহক। ২০৯ টাকা দিয়ে রিচার্জ করলে ৯০ দিন ভ্যালিডিটি পাচ্ছেন গ্রাহকরা। সঙ্গে মিলছে ৬জিবি ডেটা। ১৯৭ টাকা দিয়ে রিচার্জ করলে ৭০ দিনের ভ্যালিডিটি। সঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটা প্রথম ১৫ দিনের জন্য পাবেন উপভোক্তারা। এছাড়াও ১৯৯ টাকা দিয়ে ৩০ দিন ২ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। পাশাপাশি রয়েছে আনলিমিটেড টকটাইম। এছাড়াও ১১৯৮ টাকা দিয়ে মিলছে সারা বছরের ভ্যালিডিটি।
বিএসএনএলে ফাইভ জি পরিষেবাও শুরু হয়ে গিয়েছে। তাই কেউ আর দেরি করতে চাইছেই না। কারণ, আগে ২৩৯ টাকা জিও রিচার্জ করলে ২৮ দিন ভ্যালিডিটি পেত গ্রাহকরা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ টাকা। অন্যদিকে এয়ারটেলও বাড়িয়েছে তাদের রিচার্জের দাম। এয়ারটেল ২৯৯ টাকা প্যাকেজে ২৮ দিন ভ্যালিডিটি ও দেড় জিবি করে ডেটা পাওয়া যেত। এখন এই প্যাকেজটার জন্য খরচ করতে হচ্ছে ৩৪৯ টাকা। তাই এয়ারটেল ও জিও-র গ্রাহকরা বেশ ক্ষুব্ধ। সেই সমস্ত সিম ছেড়ে বিএসএনএলের গ্রাহক হতে চাইছেন তারা। হঠাৎ করেই জিও, এয়ারটেল ২৫ থেকে ৩০ শতাংশ রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ায় কমছে তাদের গ্রাহকের সংখ্যা। এদিকে এখন বেড়ে চলেছে বিএসএনএল ব্যবহারকারী উপভোক্তার সংখ্যা।
Discussion about this post