পাহাড়ের ৩ পুরসভায় নির্বাচন নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিবকে ৬ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ, সুপ্রিমকোর্টের রায় এবং পশ্চিমবঙ্গ পুরসভা আইন মোতাবেক নির্বাচন ঘোষণা করা উচিত রাজ্য সরকারের। কালিম্পং, কার্শিয়াং ও মিরিক চিহ্নিত এলাকায় পুরসভায় নির্বাচন চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আর্জেন লামা। তারই ভিত্তিতে রাজ্যকে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।আবেদনকারী মামলায় দাবি করেন, ২০১৭ সালের ১৪ মে শেষ বার ওই তিন পুরসভায় নির্বাচন হয়েছিল।
২০২২ সালের এপ্রিল মাসে সেগুলির মেয়াদ শেষ হয়। তার পর থেকে ওই পুরসভাগুলির কার্যভার রাজ্যের নিযুক্ত প্রশাসকেরা সামলাচ্ছেন। প্রধান বিচারপতির মন্তব্য, মামলাকারী যে দাবি জানিয়েছেন তা ন্যায় সঙ্গত। সংবিধান ও সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশও উল্লেখ করা হয় এর সপক্ষে। যদিও রাজ্যের তরফে এদিন কোনও আইনজীবীও ছিলেন না এজলাসে। এরপরই প্রধান বিচারপতি রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের সচিবকে নির্বাচন করার আর্জি জানিয়ে মামলাকারী যে দাবিপত্র পাঠিয়েছিলেন গত ২৮ জুন ২০২৪ তা ৬ সপ্তাহের মধ্যে বিবেচনা করার নির্দেশ দেন।
Discussion about this post