ইতিমধ্যেই পাঁচটা দফা লোকসভা নির্বাচন শেষ। শেষ পাঁচটা দফার তুলনায় কেন্দ্রীয় বাহিনী বাড়ছে ষষ্ঠ দফায়। এবার ষষ্ঠ দফার নির্বাচনে ৬ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন নিয়ে কমিশনের বড় সিদ্ধান্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন জানিয়েছে ষষ্ঠ দফা নির্বাচনে কোন কেন্দ্রে কত কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন থাকবে।
১) বাঁকুড়া – ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী /৬৫২১ জন রাজ্য পুলিশ
২) ঝাড়গ্রাম – ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী /২৪৩৬ জন রাজ্য পুলিশ
৩) পশ্চিম মেদিনীপুর – ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী /৬৯০১ জন রাজ্য পুলিশ
৪) পূর্ব মেদিনীপুর – ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী /৭১৪ জন রাজ্য পুলিশ
৫) পূর্ব বর্ধমান – ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী /৭৪৩২ জন রাজ্য পুলিশ
৬) পুরুলিয়া – ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী /৫৪৬৪ জন রাজ্য পুলিশ
রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারায় মোতায়ন থাকবে। ষষ্ঠ দফায় মোট ২৯৪৬৮ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে।
Discussion about this post