মুম্বই যাওয়ার পথে আড়িয়াদহ নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন, যে ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, সে ভিডিও পুরনো। সে সময় সাংসদ ছিলেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানির বিয়ে। সেই আমন্ত্রণ রক্ষা করতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “২০২১ সালের ঘটনা নিয়ে ভোট ড্যামেজের জন্য গত ৭২ ঘণ্টা ধরে একই খবর দেখানো হচ্ছে। সেই সময় অর্জুন সিং সেখানকার সাংসদ ছিলেন। যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা এখন জেলে। ২৯ জন গ্রেপ্তার। চোখে নেই, কান নেই দেখতে পান না। পুলিশের কাছ থেকে তথ্য জানুন।
তিনি আরও বলেন, আবেদন জানাচ্ছি। কাজ না হলে আইনি ব্যবস্থা নিতে হবে।” যদিও এ প্রসঙ্গে পাল্টা অর্জুন সিং বলেন, “বাংলার মানুষের দুর্ভাগ্য এটাই যে মুখ্যমন্ত্রী জানেন না বেলঘরিয়া ব্যারাকপুরের মধ্যে পড়ে নাকি দমদমের মধ্যে পড়ে। দমদমের সাংসদ সৌগত রায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর জয়ন্ত একটা ডাকাত একটা চোর, যে ২০২১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তাণ্ডব করেছিল, ২০২২-এ পুরসভাতেও তাণ্ডব চালিয়েছিল। আর আমাকে নিশানা করেছেন, আমাকে খুব ভালবাসেন তো। আসলে ওনার নেতাদের ঘাড়ে এত দুর্নীতি তো, তাই আমাদের ঘাড়ে এসব ঠেলছেন। ডিসব্যালান্সড হয়ে যাচ্ছেন। একজনের নাম আরেক জনের নামে বলছেন।”
Discussion about this post