এবার মহা বিপাকে সৌরভ পত্নী। আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য করে বিরূপ প্রতিক্রিয়া পান সৌরভ-পত্নী, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। ‘রেপ-টেপ’ এর মতো শব্দবন্ধ ব্যবহার করেন সংবাদ মাধ্যমের সামনে তিনি, তাতে চটে লাল হয়েছিল নাগরিক সমাজ। তবে এখানেই থেমে থাকেনি কিছু, এরপর লন্ডনে ডোনার নাচের অনুষ্ঠান ও বাতিল করা হল। সেই মর্মে একটি অফিসিয়াল মেইলও সামনে এসেছে। লন্ডনে দীক্ষা-মঞ্জুরিকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করতে যাওয়ার কথা ছিল ডোনার। মহালয়ার পর থেকেই একাধিক জায়গায় অনুষ্ঠানের কথা ছিল তাঁর। সোশ্যাল মিডিয়ার জেরে তবে তা আর হচ্ছে না। ইতিমধ্যে অনুষ্ঠান বাতিলের বিষয়টি পুজো কমিটির সামনে থেকে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই পোস্ট অফিসিয়াল মেলের স্ক্রিনশট বলেও দাবি করা হয়েছে। যাতে লেখা রয়েছে, ‘আমাদের মহালয়া ইভেন্টে কিছু বদল আনা হয়েছে। আপনাদের জানাতে চাই যে, একাধিক সদস্যের অনুরোধ ও তাঁদের আবেগকে মর্যাদা দিয়ে, বোর্ড অফ ট্রাস্টি সিদ্ধান্ত নিয়েছে, মহালয়ার ইভেন্ট থেকে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ বাতিল করার।’ সেখানে আরও লেখা হয়, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে সব দিক বিচার বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদবাকি পুরো অনুষ্ঠান একই থাকছে। এই ঘটনার পর ডোনার গাঙ্গুলির জানান, ‘একটি আয়োজক সংস্থা অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছে, তাতে আমরা সম্মত হয়েছি’। তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে লন্ডনে কোনও অনুষ্ঠানেই শুধু বিনোদনমূলক হিসেবে পরিবেশনা করতে চাইছেন না তিনি বা তাঁর দল। দুর্গাপুজোর চার দিন এমন কিছু অনুষ্ঠান করতে চান, যাঁর মধ্যে রয়েছে প্রতিবাদ কিংবা প্রার্থনা। এই কারণে, রবীন্দ্রনাথের ‘শাপমোচন’ বাদ দিয়ে সংযোজিত করা হয়েছে ‘তাসের দেশ’, যা সমাজবদলের ইঙ্গিতবাহী। একটি অনুষ্ঠান বাতিল হলেও, তবে আরও কয়েকটি অনুষ্ঠান সেখানে করছেন বলেই জানালেন তিনি। এদিকে কলকাতাতেও একটি অনুষ্ঠান করছে দীক্ষামঞ্জুরি। উল্লেখ্য, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ডাকে এক নাচের অনুষ্ঠানে পৌঁছেছিলেন ডোনা এবং তাঁর দল, সাংবাদমাধ্যম সেখানে তাঁকে আরজি কর নিয়ে প্রশ্ন করলে বলতে শোনা যায়, ‘রেপ-টেপ সব জায়গায়ই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’ এই ঘটনার পরই কার্যত জনরোষে পড়তে হয় সৌরভ পত্নীকে।
বাংলাদেশ, ভারতের এই প্রতিবেশী দেশের যে কোনও গণতান্ত্রিক সরকারের স্থায়িত্ব বরাবরই ভঙ্গুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা...
Read more
Discussion about this post