অডিও ক্লিপ বিতর্কে সঞ্জীব দাস ওরফে বুবলাইকে আগেই গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। এ বার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে আটক করেছে পুলিশ, সূত্রের খবর এমনটাই। ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রেই আটক কলতান, দাবি পুলিশের। গতকালই এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে। ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ। গতকালই ওই ভাইরাল অডিও নিয়ে সরব হন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেন তিনি। শনিবার সকালে গ্রেফতার হলেন কলতান।
তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার ওই অডিয়োটি প্রকাশ্যে আনার সময়েই ওই ফোনালাপের দু’জন ব্যক্তির এক জনকে ‘স’ এবং অপর জনকে ‘ক’ বলে সম্মোধন করেছিলেন। তাঁদের মধ্যে এক জন বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত এবং অপর জন অতি বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। ফোনালাপের অডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে বামেদের অন্দরেও এই ‘ক’ নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছিল। শেষে ‘ক’-এর পরিচয় প্রকাশ্যে এল। বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হলেন সিপিএমের যুব নেতা কলতান। যদিও গ্রেফতারির পরেই কলতান জানান, “আমাকে আটক বা গ্রেফতার কিছুই বলা হয়নি। নির্যাতিতার বিচারের দাবিতে যখন আন্দোলন চলছে , তখন নজর ঘোরাতেই এটা করা হয়েছে। এটা ষড়যন্ত্র।”।
Discussion about this post