পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করার জন্য কলকাতা পুলিশকে আরও একদিন সময় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তাঁর নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে জায়গা দখলমুক্ত করে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে ৷ আদালতের নির্দেশ যে কার্যকর হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে শুক্রবার৷ মাঝেরহাটের হেলেন কেলার সরণীর পোর্ট ট্রাস্টের জায়গা দখল মুক্ত করতে এই উদ্যোগ কলকাতা হাইকোর্টের। বিভিন্ন বার সময় দেওয়ার পরেও ঠিক মত কাজ না হওয়া এবার কলকাতা পুলিশকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো হাইকোর্ট। সেখানে পোর্ট ট্রাস্ট একটি হাসপাতাল তৈরি করতে চায়।কিন্তু বেআইনি দখলদার থাকায়, তারা সেই জমিতে হাসপাতাল তৈরি করতে পারছে না বলে অভিযোগ ৷
এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা ৷ আদালতে তারা জানায়, ওই এলাকায় পোর্ট ট্রাস্টের একটি হাসপাতালের জমি রয়েছে । তা ছাড়া হাসপাতালের জমি সংলগ্ন বিস্তৃত জমিও কলকাতা পোর্ট ট্রাস্টেরই। কিন্তু একটি রাজনৈতিক দল সেই জমির একাংশ বেআইনি ভাবে দখল করে নিজেদের দলীয় কার্যালয় তৈরি করেছে । এর ফলে অসুবিধা তৈরি হচ্ছে যাওয়া আসার রাস্তায়, যা কখনোই কাম্য নয় । গত সপ্তাহে এই মামলায় পুলিশকে বেআইনি নির্মাণ ভেঙে পোর্টের ওই জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু, এদিন পোর্ট জানায় সেই নির্দেশ এখনো কার্যকর করা হয়নি। রাজ্যের তরফে আরও কয়েকদিন সময় চাওয়া হয়। হাইকোর্ট আর একদিন সময় দেয় কলকাতা পুলিশকে। এদিন ওই দখলদারদের তরফে মামলায় যুক্ত হওয়ার আবেদন করা হয়। কিছু নথিও দেখানো হয়। কিন্তু আদালত তাতে আমল না দিয়ে তাদের আবেদন খারিজ করে দেয়।
Discussion about this post