আজ ২০ মে দেশজুড়ে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। সকাল সাতটা থেকে দেশজুড়ে শুরু হয়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। এই দফায় ৬ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। অর্থাৎ রাজ্যের ৭টি কেন্দ্র-সহ মোট ৪৯টি আসনে রয়েছে ভোট। রাজ্যের ক্ষেত্রে হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ ও ব্যারাকপুরে চলছে ভোট গ্রহণ। সকাল ৯টা পর্যন্ত বারাকপুরে ভোট পড়ল ১৪.৭৪ শতাংশ। হুগলিতে ১৪.০১ শতাংশ, হাওড়ায় ১৪.২ শতাংশ, বনগাঁয় ১৫.২১ শতাংশ, শ্রীরামপুরে ১৪.৪৩ শতাংশ, আরামবাগে ১৬.৩১ শতাংশ ভোট পড়ল। বাংলার সাত কেন্দ্রের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ভোটের হারে এগিয়ে উলুবেড়িয়া। সেখানে ভোট পড়েছে ১৭.২৫ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত বাংলায় ১৫.৩৫ শতাংশ ভোট পড়েছে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে।
দেশের মধ্যে এখনও পর্যন্ত বাংলাতেই সবচেয়ে বেশি ভোটের হার। ভোটের পাশাপাশি অভিযোগের হারেও এগিয়ে বাংলা। প্রথম দুই ঘণ্টায় মোট ৪৭১টি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে। এর মধ্যে তৃণমূল ৩০, বিজেপি ২২ এবং সিপিআইএম ২৫টি অভিযোগ জমা দিয়েছে। এনজিআরএস’র মাধ্যমে ৩০০, সি ভিজিলের মাধ্যমে ৯৯, এবং সিএমএস’র মাধ্যমে ৭২টি অভিযোগ জমা পড়েছে। সকাল থেকেই বিক্ষিপ্ত ‘অশান্তি’র খবর উঠে এসেছে বিভিন্ন এলাকা থেকে। কোথায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, আবার কোথায়ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। লিলুয়ার ভারতীয় স্কুল ১৭৬ নম্বর বুথে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ। হাওড়ার লিলুয়াতে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ। স্বরূপনগর বিধানসভার নবাবকাটি মোড়ল পাড়া এলাকায় ভোটারদের কোপ মারার অভিযোগ উঠেছে।
Discussion about this post