বেলেঘাটায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বেলেঘাটা প্রচারে গিয়েছিলেন তাপস রায়। তাঁকে প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। প্রার্থীর সামনেই তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, হাতাহাতি শুরু হয় বিজেপির। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। প্রচারে বাধা পেয়ে তাপস রায়ের স্পষ্ট বক্তব্য, কে কোথায় বহিরাগত, তা বোঝা যাবে ভোটের দিন। ১ জুন ভোট রয়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে। তার আগে, বেলেঘাটা অঞ্চলে ৮৫ ঊর্ধ্ব বয়স্কদের ভোটদান প্রক্রিয়া চলছিল। সেই সময় বিজেপি প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট তমঘ্নো ঘোষ ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূলের কর্মীরা। এই ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন তাপস রায়। এরপর তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাপস রায়। তাঁর প্রশ্ন, ‘গণতন্ত্রের উৎসবে কেন বারবার বিরোধীদের বাধা দিচ্ছে তৃণমূল ?’ এই সংঘর্ষের জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে স্থানীয় বেলেঘাটা থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্প্রতি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে পাকরাও করেছে অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ...
Read more
Discussion about this post