এ বছরের বিশ্বের সেরা একাদশে জায়গা হলোনা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । প্রথমজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক দ্বিতীয় জন বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি গোল করেছেন ।কিন্তু তাদের বাদ দিয়েই তৈরি হলো বিশ্বের সেরা একাদশ ।৭০ টি দেশের ফুটবলারদের ভোটে এগিয়ে গেলেন কারা ?এর আগে ২৬ জন ফুটবলার ছিলেন সেরা একাদশেরঢোকার লড়াইয়ে। সেই তালিকায় ছিলেন মেসি এবং রোনাল্ডো। মেসি খেলেন আমেরিকায় ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। তালিকার বাকি ২৪ জনই ইংল্যান্ড জার্মানি ফ্রান্স এবং স্পেনের ক্লাবে খেলা ফুটবলার। ইতালি বা লাতিন আমেরিকান ক্লাবে খেলা কোন ফুটবলার ২৪ জনের তালিকায় ছিলেন না। সেরা একাদশের যদিও মাত্র তিনটি ক্লাবের ফুটবলার রয়েছেন। রিয়াল মাদ্রিদ থেকে ৬ জন ম্যানচেস্টার সিটি থেকে ৪জন এবং লিভারপুল থেকে একজন রয়েছেন বিশ্বের সেরা একাদশে। প্রথমে ২৬ জনের যে তালিকার প্রকাশ হয়েছিল সেখানে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের ৮জন ফুটবলার বিশ্বের সেরা এক দেশে ঢুকার দৌড়ে ছিলেন ।ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির সাতজন ছিলেন সেই তালিকায়। বার্সেলোনা থেকে মাত্র একজন ফুটবলার সেই তালিকায় ছিলেন. সেরা একাদশে সেই সব ফুটবলার রয়েছেন যারা নিজেদের বিভাগে বেশি ভোট পেয়েছেন গোলরক্ষক ,ডিফেন্ডার , মিড ফিল্ডারএবং স্ট্রাইকার এই চারটি বিভাগে ভাগ করা হয়েছে ফুটবলারদের। প্রথম একাদশে রইলেন কারা? গোলরক্ষক: এডেরসন (ম্যানচেস্টার সিটি), ডিফেন্ডার :দানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ)ভির্জিল ভ্যান দিহিক( লিভারপুল) এবং আন্তোনীয় রুডিগার (রিয়াল মাদ্রিদ)। মিডফিল্ডার: জুট বিলিংহাম (রিয়াল মাদ্রিদ) কেভিন ডি ব্রুইন( ম্যানচেস্টার সিটি) টনি ক্রুজ (রিয়াল মাদ্রিদ) এবং রদ্রী (ম্যানচেস্টার সিটি)। স্ট্রাইকার: এর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) কিলিয়ান এমবাপে ( রিয়াল মাদ্রিদ) এবং ভিনিসিয়াস জুনিয়ার। (রিয়াল মাদ্রিদ)।
কিছুই জানেন না মাননীয়া পুলিশমন্ত্রী!রাজ্যের বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে যেমন বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। তেমনি শুরু হয়েছে নানা রকম...
Read more
Discussion about this post