লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২৯টি আসন জিতেছে তৃণমূল। বিজেপি জিতেছে ১২টি আসনে। পাশাপাশি তৃতীয় বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। কেমন লাগছে তাঁর? প্রশ্ন শুনে মুখে কুলুপ আঁটলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চুপচাপ আদালতের লকআপে চলে যান তিনি। জেল হেফাজতের মেয়াদ শেষে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায়কে।
২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, জেলে থাকলেও রাজ্য এবং দেশের রাজনীতি নিয়ে প্রতিনিয়ত খোঁজখবর রাখেন পার্থ। এর আগে তৃণমূল নিয়ে যে কোনও প্রশ্নের উত্তরে সব সময় ইতিবাচক ভঙ্গিতে জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে। গত বছরের পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের জয় নিয়ে এক প্রকার নিশ্চিতই ছিলেন তিনি। তবে ২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল নিয়ে কোনও মন্তব্য করতে দেখা গেল না প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এমনকি মন্তব্যও করলেন না মোদীর প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে।
প্রসঙ্গত, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। এরপরই পার্থ-অর্পিতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগিয়েছে, একের পর এক নাম সামনে এসেছে। সামনে এসেছে একাধিক পার্থ-ঘনিষ্ঠের নামও। ইডির দাবি, পার্থই এই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড। এরপর বারবার জামিনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হলেও মেলেনি রেহাই। সোমবার জেল হেফাজতের মেয়াদ শেষে ফের আদালতে পেশ করা হল একদা তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে।
Discussion about this post