এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। সোমবার এই চাকরিহারাদের একাংশের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব মনোজ পন্থ, সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার ও ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসেরাও। সকল সরকারি কর্তা ও আধিকারিকদের উপস্থিতিতেই নিজেদের ৮ দফা দাবি প্রস্তাবিত করলেন চাকরিহারারা।
মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতিটি দাবি পড়ে শোনান চাকরিহারাদের প্রতিনিধিদল। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিতে হবে,
পুনর্বিবেচনা প্রক্রিয়া অসম্পন্ন রেখে কাউকে বরখাস্তের চিঠি না দেওয়া এবং সুপ্রিম রায়ে সিবিআইয়ের নথিতে যোগ্য ও অযোগ্যের তালিকার পর পরিষ্কার তালিকা নিয়ে রিভিউ প্রক্রিয়া করা সহ মোট ৮ দফা দাবিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাজ্য সরকারের সহায়তার দাবি জানান তারা।
এরপর নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোনও যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হতে দেবেন না, চাকরিহারাদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, প্রথমে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা চাইবে। যদি আদালতে সমস্যার সমাধান না-হয়, আইন মেনেই তিনি ‘যোগ্য’প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে এ-ও জানিয়েছেন, আগে যোগ্যদের সমস্যার সমাধান করবেন। তার পর যাঁদের ‘অযোগ্য’ বলে উল্লেখ করা হচ্ছে, তাঁদের বিষয়টিও তিনি দেখবেন।
উল্লেখ্য, রাজনৈতিক রং না দেখেই শীর্ষ আদালতের নির্দেশে চাকরিহারা দের মধ্যে যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বৈঠক থেকে মমতাও চাকরিহারাদের উদ্দেশে জানান, তিনি বেঁচে থাকলে কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। পাশাপাশি পরামর্শ দেন,যত দিন না সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিস পাচ্ছেন চাকরিহারারা, তত দিন স্কুলে গিয়ে চাকরিহারাদের স্বেচ্ছা পরিষেবা দেওয়ার।
অর্থাৎ, অপরাধ না করে অপরাধের দায় নিতে নারাজ যোগ্য প্রার্থীদের আর্তনাদে রাজ্য সরকার যে আশ্বাস দিয়েছে তা সত্যিই বাস্তবায়িত হয় কিনা এখন সেটাই দেখার।
Discussion about this post