গব্বর ইজ ব্যাক হোক বা ইন্ডিয়ান, এই দুটি সিনেমায় প্রশংসা কুড়িয়েছে বিপুল পরিমাণে। তার কারণ এই ছবি দুটি প্রতিবাদের কথা বলে। সরকারি আধিকারিক যারা অসৎ পথে টাকার পিছনে দৌড়াচ্ছেন, তাদের কিভাবে শায়েস্তা করা যায়। এবার সেটাই শুরু হয়েছে
বাস্তবের মাটিতে। মানুষ এবার জাগছে। পুলিস ও সিভিল ভলেন্টিয়ারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছেন এক মহিলা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে।
বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে হওয়া ভিডিওটি যে ভাইরাল হয়েছে, দেখুন সেটি..
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই ভিডিও। যদিও সেই ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। ভাইরাল হতেই হইচই পড়ে যায় মুহূর্তের মধ্যে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিস আধিকারিক এবং এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে প্রতিবাদ করছেন এক মহিলা। তিনি অভিযোগ করছেন , গাড়িতে বসে থাকা পুলিস আধিকারিকের নির্দেশে রাস্তায় দাঁড়িয়ে একের পর এক মালবাহী গাড়ি থেকে নাকি টাকা তুলছিলেন ওই সিভিক ভলান্টিয়ার৷ তারপরই দেখা যায়, ওই প্রতিবাদী মহিলার হাতে পায়ে
ধরে ক্ষমা চাইছেন। এমনকি ওই মহিলা চিৎকার করতেই, ভিতরে থাকা পুলিশ আধিকারিকটিও বাইরে বেরিয়ে আসেন। আর সেই ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তাদের তরফে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে লেখা,
সচেতনতা ও সতর্কতা…তারপরই লেখা,
বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে একটি ভিডিও চাঞ্চল্য সৃষ্টি করেছে যেখানে একজন মহিলাকে,অন ডিউটি সিভিক ভলেন্টিয়ার এবং এক এ.এস.আই এর কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হুমকি এবং শাসাতে দেখা গিয়েছে ।
জনসাধারণদের সূচিত করা হচ্ছে, কোন অপ্রীতিকর অনৈতিক ঘটনা দেখলে সেটা দ্রুত আমাদের নিম্নলিখিত নাম্বারে শেয়ার করুন, নির্দিষ্ট বরিষ্ঠ আধিকারিকগণ অথবা মাননীয় নগরপাল মহাশয়কে সরাসরি জানান।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তার বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু কোনমতেই নিজেরা আইন হাতে তুলে নেবেন না।
এরকম আইন বিরুদ্ধ আচরণ ও হুমকির বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।
যে কোন সমস্যা বা অপ্রীতিকর অনৈতিক ঘটনা ঘটলে একটি নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হয়। আর ভাইরাল ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। প্রকাশ্যে আইনের রক্ষকদের এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়।
Discussion about this post