১১ বছরের শাপমোচন করে অবশেষে ভারত আইসিসি-র কোনও বড় ট্রফি পেল। রূদ্ধশ্বাস এক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত জিতে নিল ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ। শনিবার রাতে হার্দিক পাণ্ডিয়ার শেষ বলের পরই গোটা ভারত আনন্দে উদ্বেল হয়ে ওঠে। চলে মধ্যরাত পর্যন্ত উৎসব। কিন্তু জানেন, বিশ্বকাপ জেতায় রোহিত-বিরাটরা কত টাকা পকেটে পুরতে চলেছেন? জানলে চোখ কপালে উঠবে আপনারও। রোহিত শর্মা এবং তাঁর দল এবার টি২০ বিশ্বকাপ জেতার সঙ্গে একটা রেকর্ডও গড়েছে। সেটা হল, এর আগে কোনও দেশ সবকটি ম্যাচ জিতে কাপ জেতেনি। ভারতই প্রথম দেশ যারা গ্ৰুপ পর্যায় ও নকআউটের সব ম্যাচ জিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। এই অসাধারণ পারফরম্যান্স দেখানোর জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অবিশ্বাস্য বোনাস ঘোষণা করেছে। যা শুনলে চোখ কপালে উঠবে আপনার।
এবারের টি২০ বিশ্বকাপ জেতায় আইসিসির কাছ থেকে প্রাইজমানি হিসেবে ২৪ লাখ মার্কিন ডলার পেয়েছে ভারতীয় দল। ভারতের মুদ্রায় যা ২০ কোটি টাকার বেশি। এর সঙ্গে গ্রুপ পর্ব এবং সুপার এইটে প্রতি ম্যাচ জয়ের জন্য আরও ৩১হাজার ১৫৪ ডলার তো আছেই! ভারতীয় মুদ্রায় যা ২৬ কোটি টাকার কাছাকাছি। এছাড়া প্রতিটি ম্যাচ জেতায় ভারতীয় দল ৩৬ লক্ষ টাকা করে বোনাস পেয়েছে। তবে বিশ্বকাপ জেতায় আরও বড় অঙ্কের নগদপ্রাপ্তি হতে চলেছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের। ভারতের ক্রিকেট বোর্ড ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকা বোনাস ঘোষণা করে দিয়েছে। যা ভারতীয় দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানিয়েছেন, বিশ্বকাপে শিরোপা জেতার পথে ভারতের ক্রিকেটাররা যে দক্ষতা, কৌশল, খেলোয়াড়ি মানসিকতা প্রদর্শন করেছেন, সে কারণে পুরো দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দেবে বিসিসিআই।
পাশাপাশি এবারের বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন ভারতীয় পেস বোলার যশপ্রীত বুমরাহ। তিনি আইসিসি-র তরফ থেকে পেলেন ১৫ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মূদ্রায় এক কোটি ২৫ লক্ষ টাকার বেশি। ফাইনালে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি পেয়েছেন পাঁচ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ লক্ষ টাকার কাছাকাছি। অপরদিকে বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সূর্য কুমার যাদব। তিনি স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ পুরস্কার হিসেবে পেলেন ৩ হাজার মার্কিন ডলার। ভারতীয় টাকায় যা ২৫ লক্ষের কাছাকাছি।
ওয়েস্ট ইন্ডিজের বর্বডোজ ক্রিকেট স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল অনবদ্য জয় ছিনিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকার গ্রাস থেকে। নাটকীয় শেষ ওভারে সূর্য কুমার যাদবের এক অবিশ্বাস্য ক্যাচ ভারতকে জয় এনে দেয়। ভারত জেতে মাত্র ৭ রানে। ফলে টিম ইন্ডিয়ার দলগত প্রচেষ্টায় ১১ বছরের শাপমোচন হল। ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার কোনও বিশ্বকাপ জিতেছিল সেই ২০১৩ সালে। এরপর ২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল। শনিবার রাতে রোহিতবাহিনী ভারতীয় ক্রিকেট ভক্তদের সেই দুঃখও ভুলিয়ে দিলেন টি২০ বিশ্বকাপ জিতে। সেই সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটাররা বিশাল অঙ্কের প্রাইজমানির একটি অংশ যেমন পাচ্ছেন, তেমনই বিসিসিআই-এর থেকে বোনাস হিসেবে আরও বড় অঙ্কের টাকা পাবেন। সবমিলিয়ে ভারতীয় দল শুধু টি২০ বিশ্বকাপ জিতেই আনন্দ করছেন তা নয়, ক্রিকেটারদের পকেটপূর্তির আনন্দ আরও চারগুণ।
Discussion about this post