রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার ইডির হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। সিজিও কমপ্লেক্সে প্রায় ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার। তাঁদের সঙ্গে ছিল বেশ কিছু নথিপত্র। গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুরকেও। প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতিকাণ্ডে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে আনিসুর এবং আলিফকে। গতকাল শুক্রবার আদালতে পেশ করা হয় তাদের। আদালতে ইডির দাবি, গ্রেফতারির পর এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীন মাসে মাসে রেশন দুর্নীতির লভ্যাংশ নিয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই সংক্রান্ত প্রমাণ ইডির হাতে রয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী। ইডির আইনজীবীর আরো দাবি, গ্রেফতারির পর অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তখন আনিসুর ও আলিমকে রেশন দুর্নীতির লভ্যাংশ হিসাবে মাসে ১০ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেন জ্যোতিপ্রিয়। আনিসুর এবং আলিফ ৯৪ লক্ষ টাকা নগদ তুলে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়ের হাতে। পরে সেই টাকা ব্যাঙ্কে জমা করা হয়। এরপর দ্বিতীয় দফায় আরও ৭০ লক্ষ টাকা তাঁরা দেন জ্যোতিপ্রিয়কে দাবি ইডির।
সম্প্রতি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে পাকরাও করেছে অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ...
Read more
Discussion about this post