বৌবাজারের উদয়ন হোস্টেলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এই ঘটনায় ইতিমধ্যেই মুচিপাড়া থানার পুলিশ ওই আবাসিকের ১৪ জনকে গ্রেফতার করেছে। তাদের আদালত থেকে পুলিশি হেফাজতে নেওয়ার পর তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ। এবার বৌবাজারের উদয়ন হস্টেলে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় আসরে নামল ফরেন্সিক দল। সোমবার তারা ওই হস্টেলে পৌঁছেছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মিলেছে রক্তের নমুনা, ভাঙা ব্যাট। জানা যাচ্ছে, গত শুক্রবারের পরে সোমবার তদন্ত আধিকারিকরা, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হোমিসাইড বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ওই হোস্টেলে যান।
সূত্র মারফত খবর, ঘটনাটি কিভাবে ঘটেছিল এবং সেই সময় কী কী হয়েছিল, সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হবে পুলিশের তরফে। ফরেনসিক আধিকারিকরা ঘটনাস্থলে নমুনা সংগ্রহ এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করবেন। ধৃত ১৪ জনের আগামী ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে। এই সময়ের মধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। স্বাভাবিকভাবেই ৪ তারিখের আগেই তাঁদের নিয়ে হস্টেলে যেতে হবে পুলিশকে। ঘটনার দিন যুবককে কোথা থেকে কারা কী ভাবে হস্টেলে ঢুকেছিলেন, ভিতরে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, হস্টেলের দোতলায় কী হয়েছিল, এই সমস্ত বিষয় পুনর্নির্মাণের মাধ্যমে আরও স্পষ্ট ধারণা পাবেন তদন্তকারীরা। প্রসঙ্গত, শুক্রবারের ওই ঘটনার পরেই উদয়ন হোস্টেলের সমস্ত আবাসিকরা হোস্টেল থেকে অন্যত্র চলে যান। হোস্টেলের গেট পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ২৪ ঘন্টা পাহারার জন্য দুজন পুলিশ আধিকারিককে মোতায়েন করা হয়েছে।
Discussion about this post