লোকসভা নির্বাচনের পর উত্তর প্রদেশের বারানসীতে রোড শো চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়িতে কেউ কি জুতা ছুড়েছিল? বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ, এ ঘটনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা ঘিরে নানা প্রশ্ন উঠছে। বারাণসী সফরে মোদির গাড়িকে লক্ষ্য করে উড়ে আসা চপ্পলকে কেন্দ্র করে হইচই নেট দুনিয়ায়। মোদির সাম্প্রতিক বারাণসী সফরে কনভয় এগোচ্ছিল জনবহুল রাস্তা ধরে। সেই সময় একটি চপ্পল উড়ে আসে মোদির গাড়ি লক্ষ্য করে। মোদির গাড়ির বনেটের উপর আছড়ে পড়ে চপ্পলটি। যদিও মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীদের একজন দ্রুততার সঙ্গে চপ্পলটি সরিয়ে নেন। কিন্তু অস্বস্তিকর এই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যেতেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। স্বাভাবিকভাবে নেট দুনিয়া জুড়ে শোরগোল।
উল্লেখ্য, এবার বারাণসীতে মোদির জয়ের মার্জিন প্রচুর কমেছে। ৫ লক্ষ থেকে নেমে এসেছে দেড় লক্ষে। পাশাপাশি মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঠিক ১৯ সেকেন্ডের মাথায় নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়ে। এক নিরাপত্তা আধিকারিক দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন। বৃহস্পতিবার সেই ঘটনা নিয়েই প্রদানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে রাহুলের দাবি, ‘একবার দেশে যে ভয় জাগিয়েছিলেন মোদী, তা কেটে গিয়েছে।’ এদিন তিনি বলেন, ‘এখন দেশে কেউ তাঁকে ভয় পায় না। ৫৬ ইঞ্চির ছাতি এখন ৩২-৩৩ ইঞ্চি হয়ে গিয়েছে। বেলুন চুপসে গিয়েছে। ওঁর তো টেনশন হবেই। বারাণসীতে কেমন চপ্পল ছোড়া হল দেখলেন না? লোকসভা ভোটের আগে এমনটা কল্পণা করা যেত?’ রাহুল আরো বলেন, ভোটের আগে এমন করার সাহস কেউ পেতেন না। মানুষের মনে এতটাই ভয় ছিল। মার্কেটিং ও ভয়, এটাই হলো মোদির গুজরাট মডেল। এর ওপরই তিনি নির্ভরশীল ছিলেন। সেই ভয় ভোটের পর কেটে গেছে।
Discussion about this post