ওয়েনাড় বিপর্যয় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী? অভিযোগ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। শুধু অভিযোগ নয়, অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশও দিয়েছেন কংগ্রেস নেতা। নোটিসে লেখা হয়েছে ‘এটা পরিষ্কার যে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভাকে বিভ্রান্ত করেছেন তাঁর জোরালো মন্তব্যে, যেখানে তিনি দাবি করেছিলেন কেন্দ্র আগেই সতর্ক করেছিল ওয়ানড় নিয়ে, তা ভুল প্রমাণিত হয়েছে। একজন মন্ত্রী বা সদস্য এভাবে বিভ্রান্ত করলে কক্ষের অবমাননা হয় ও স্বাধিকার ভঙ্গ হয়।’ প্রসঙ্গত গত বুধবার রাজ্যসভায় অমিত শাহ বলেছিলেন, “আমি স্পষ্ট করতে চাই, ২৩ জুলাই, ঘটনার সাত দিন আগে কেরল সরকারকে একটি আগাম সতর্কতা দিয়েছিল কেন্দ্র। তারপর ২৪ এবং ২৫ জুলাই আমরা তাদের আবার সতর্ক করেছিলাম।
২৬ জুলাই, ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এবং ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছিল।” তারপরই সেই দাবির ‘সত্যতা’ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও শাহের দাবি উড়িয়ে দিয়ে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন বলেছিলেন, ‘‘ওয়েনাড়ে ধসের সম্ভাবনা নিয়ে কেন্দ্রের তরফে কেরলকে কোনও সতর্কবার্তা পাঠানো হয়নি।’’ শুধুমাত্র কেন্দ্রীয় আবহাওয়া দফতর থেকে ওয়েনাড় এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে একটি ‘মামুলি’ কমলা সতর্কতা জারি করা হয়েছিল। তিনি আরো বলেন, প্রত্যাশার তুলনায় অনেক বেশি বৃষ্টি হওয়াতেই এই বিপর্যয় তৈরি হয়েছে। কেন্দ্র সতর্ক করেছিল, ১১৫ থেকে ২০৪ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে। কার্যক্ষেত্রে প্রথম ২৪ ঘন্টায় ২০০ মিলিমিটার এবং পরের ২৪ ঘন্টায় ৩৭২ মিলিমিটার বৃষ্টি হয়।
Discussion about this post