ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন। প্রত্যাশামতোই বিরোধী প্রার্থী কে সুরেশকে পরাজিত করে শাসকদলের মনোনীত ওম বিড়লাই ফের স্পিকার নির্বাচিত হলেন। দ্বিতীয়বারের জন্য ওম বিড়লা স্পিকার পদে বসতেই তাঁকে দায়িত্ব মনে করালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। নব নির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ লোকসভায় উপস্থিত সাংসদরা। এদিন ওম বিড়লাকে স্পিকারের আসন পর্যন্ত এগিয়ে দেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা। তাঁদের সঙ্গে ছিলেন সংসদীয় বিষয়ক কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজু।
পরে নিজের বক্ততায় ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে রাহুল গান্ধি বলেন, ‘আমি আপনার সফল নির্বাচনের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। এই সংসদ কক্ষ ভারতের জনগণের কণ্ঠস্বর। আর আপনি সেই কণ্ঠের চূড়ান্ত বিচারক। সরকারের রাজনৈতিক ক্ষমতা আছে কিন্তু, বিরোধী দলও ভারতের জনগণের প্রতিনিধি। এবার, বিরোধী দল গতবারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শক্তিশালী। বিরোধীরা আপনার কাজে সাহায্য করবে। আমরাও সহযোগিতা প্রত্যাশা করব।
তিনবারের বিজেপি সাংসদ ওম বিড়লা এদিন দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হলেন। স্বাধীনতার পর লোকসভার স্পিকার পদে এনিয়ে তৃতীয়বার নির্বাচন হল। আটবারের সাংসদ কে সুরেশকে ওম বিড়লার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছিল কংগ্রেস। যদিও ভোটে শেষ হাসি হেসেছেন বিড়লাই। এনডিএ প্রার্থীর সমর্থনে ২৯৭ জন সাংসদ ভোট দিয়েছেন। অন্যদিকে, বিরোধী প্রার্থীকে সমর্থন করেন ২৩২ সাংসদ। আজ সেই আবহেই নব নির্বাচিত স্পিকারকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধীদের গুরুত্ব দেওয়ার আর্জি জানান।
স্পিকারকে অভিনন্দন জানিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দ্বাদশ লোকসভায় প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে প্রবেশ করেছিলাম। তখনই বুঝেছিলাম বিরোধী দলনেতা ছাড়া অধিবেশন চলতে পারে না। তবে আমি খুশি এবার লোকসভা বিরোধী দলনেতা পেল। সংসদ সর্বদাই বিরোধীদের। এই মনোভাব থাকতে হবে শাসকদলকে। আপনাকেই এই বিষয়টি নজরে রাখতে হবে মাননীয় স্পিকার মহোদয়। আপনাকে যেন কোনওভাবেই শাসকদলের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য না করা হয়। এই সংসদেই একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। যা নজিরবিহীন। অনেক বিল পাশ হয়েছে যা প্রশংসনীয়। আবার এমনটাও হয়েছে কোনও আলোচনা ছাড়াই বিল পাশ হয়ে গিয়েছে। আমরা এবার সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি। আশা করব বিরোধীদেরও অবহেলা না করে গুরুত্ব দেওয়া হবে সংসদে।
Discussion about this post