এই প্রথম ভাঙতে চলেছে লোকসভার প্রথা। লোকসভার স্পিকার পদে এনডিএ-র তরফে প্রার্থী হলেন ওম বিড়লা। ডেপুটি স্পিকার না পেয়ে পাল্টা স্পিকার পদে প্রার্থী দিল ‘ইন্ডিয়া’। বিরোধীদের স্পিকার প্রার্থী হিসাবে কংগ্রেসের কে সুরেশ মনোনয়ন জমা দিলেন মঙ্গলবার। বিজেপি ডেপুটি স্পিকার পদের জন্য প্রতিশ্রুতি দিতে অস্বীকার করার পরে বিরোধীরা কংগ্রেস নেতা কে সুরেশকে লোকসভার স্পিকার পদে প্রার্থী করে।
স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার লোকসভা স্পিকার পদের নির্বাচনের জন্য ভোটাভুটি হতে চলেছে। এর আগে ১৭টি লোকসভায় শাসক-বিরোধী সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয়েছিল স্পিকার। ২০১৪ সালে BJP এই পদে বেছে নিয়েছিল NDA শরিক AIADMK-র সাংসদ এম থাম্বি দুরাইকে। ২০১৯ সাল থেকে এই পোস্টটি খালিই রয়েছে। এবার কংগ্রেসের হাতে পর্যাপ্ত সাংসদ থাকায় ডেপুটি স্পিকারের জন্যও ঝাঁপাতে পারে INDIA শিবির। মঙ্গলবার তা রাহুল গান্ধীর কথাতেই কার্যত স্পষ্ট হয়েছিল।
এ প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, ‘খাড়গেজি একজন সিনিয়র নেতা। তাঁর সঙ্গে কাল থেকে আমার তিনবার কথা হয়েছে। আমি ওঁকে সম্মান করি।’ রায়বরেলির সাংসদ বলেন, ‘সোমবার সন্ধ্যায় খাড়গেজিকে ফোন করেছিলেন রাজনাথ সিং। লোকসভার অধ্যক্ষ পদে NDA প্রার্থীকে সমর্থনের জন্য আহ্বান জানান তিনি। প্রস্তাবে ইন্ডিয়া জোটের শরিকরা রাজি হন। সকলের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয় আমরা স্পিকার পদের জন্য শাসক শিবিরের প্রার্থীকে সমর্থন জানাব। সে বার্তা রাজনাথ সিংকে জানিয়েও দেন খাড়গেজি। বদলে আমাদের একটি শর্তের কথাও জানানো হয়। ডেপুটি স্পিকার পদে বসবেন ইন্ডিয়া শিবিরের সাংসদ।
এই মর্মে তাঁরা রাজি হলে তবেই স্পিকার পদে আমরা সর্বসম্মতিক্রমে সায় দেব।’ সূত্রের খবর, স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে মঙ্গলবার কথা হয়েছিল মল্লিকার্জুন খাড়গে এবং রাজনাথ সিংয়ের মধ্যে। স্পিকার নির্বাচনে বিরোধীদের সমর্থন চেয়ে সোমবার কংগ্রেস সভাপতির সঙ্গে কথা বলেন রাজনাথ। এর পর মমতা, অখিলেশ, স্ট্যালিন-সহ সমস্ত বিরোধীদের নেতাদের সঙ্গে আলোচনা করেন খাড়গে। এবং ডেপুটি স্পিকার পদের শর্তে ওম বিড়লাকে সমর্থনে সম্মতি জানানো হয়েছিল। যদিও শাসক শিবির কথা রাখেনি। সব মিলিয়ে লোকসভার স্পিকার পদ নিয়ে ধুন্ধুমার বেঁধে গিয়েছে।
Discussion about this post