১ নভেম্বর থেকে ইউপিআই ব্যবহারে পাল্টে গিয়েছে কয়েকটি নিয়ম। মূসত ইউপিআই লাইট (UPI LITE) ফিচার্সেই দুটি বড় পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাঙ্ক। আসুন জেনে নেওয়া যাক, কি কি পরিবর্তন আনা হয়েছে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে। বর্তমান সময়ে অনেকেই ফোন পে, গুগল পে, ভারত পে অথবা পেটিএমের মতো মোবাইল অ্যাপ ব্যবহার করে লেনদেন করেন। দিন দিন এই পদ্ধতি জনপ্রিয়তা পাচ্ছে ভারতে। ফলে জনসাধারণের মধ্যে এই ধরণের ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে উঠেপড়ে লেগেছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক আরবিআই।
বছর কয়েক হল ইউপিআই অ্যাপগুলিতে যুক্ত হয়েছে নতুন ফিচার্স, যার নাম ইউপিআই লাইট। এই ফিচার্সের মাধ্যমে ছোট ছোট অঙ্কের লেনদেন ইউপিআই পিন ছাড়াই সম্ভব হয়। বর্তমানে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই ম্যানুয়াল রিচার্জের প্রয়োজনীয়তা দূর করে প্রক্রিয়াটি আরও সহজলভ্য করতে চাইছে। এবার থেকে ইউপিআই লাইট অপশন ব্যবহার করতে হলে ম্যানুয়ালি ওয়ালেট ব্যালেন্স রিচার্জ করতে হবে না। এনপিসিআই নতুন ব্যবস্থা চালু করেছে, সেটা হল স্বয়ংক্রিয়-টপ-আপ। অর্থাৎ, এই অপশন আপনি বাছাই করলে এবার থেকে আপনার ওয়ালেটে নিয়মিত টাকা যোগ হতে থাকবে। ইউপিআই লাইট অটো পে নামে এই ব্যবস্থা চলতি বছরের ২৪ আগস্ট চালু করেছিল। ১ নভেম্বর থেকে এটি সমস্ত ইউপিআই গ্রাহকদের জন্য চালু হয়ে গেল।
এবার থেকে আপনারা ইউপিআই লাইট ওয়ালেট ব্যালন্সের জন্য সর্বনিম্ন থেকে সর্বোচ্চ অটো-টপ-আপ সেট করতে পারবেন। ফলে যখনই আপনার ওয়ালেট ব্যালেন্স সর্বনিম্ন সীমার থেকে নীচে নেমে যাবে, তখনই আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই লাইট ওয়ালেট স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে। এই অঙ্ক ২০০০ টাকা পর্যন্ত করা যেতে পারে। আরেকটি তথ্য, ইউপিআই লাইট ওয়ালেট দিনে পাঁচবার পর্যন্ত টপ-আপ করা যাবে।
এর আগে ইউপিআই লাইটে প্রত্যেক ব্যবহারকারীকে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করতে দিত। আর ওয়ালেটে সর্বোচ্চ ২০০০ টাকা রিচার্জ করতে দিত। আরবিআই ১ নভেম্বর থেকে এই সীমা বাড়িয়েছে। এখন ইউপিআই লাইট ফিচার্সে ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকার লেনদেন এবং রিচার্জের সীমা ২০০০ টাকা থেকে বেড়ে ৫০০০ টাকা হয়েছে। ফলে আরও নিশ্চিন্তে ইউপিআই লাইট ব্যবহার করা যাবে। উল্লেখ্য, কোনও রকম পিন ছাড়া সুরক্ষিত পেমেন্টস করার জন্য ইউপিআই লাইট সবচেয়ে সহজ পদ্ধতি।
Discussion about this post