চাপড়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে অমৃতা রায়। শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি ডাকা পথ অবরোধ আন্দোলনে কর্মীদের উৎসাহ দিতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে রানী মা তথা বিজেপির পরাজিত প্রার্থী অমৃতা রায়। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। রবিবার নদিয়ার চাপড়া থানার দৈয়েরবাজার সমবায় সমিতি নির্বাচনে শাসক দল সন্ত্রাস করছে। এই অভিযোগে চাপড়া দৈয়েরবাজার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ কর্মসূচি করে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এরপর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রাণীমা অমৃতা রায় তিনি ঘটনাস্থলে এলে তাকে দেখামাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। এখানেই শেষ নয়, তৃণমূল কর্মী সমর্থকেরা রানীমাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। তৃণমূল কর্মীদের স্লোগানের মাঝেই বিজেপি কর্মীদের উৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যান পরাজিত বিজেপি প্রার্থী। পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় রাজ্য জুড়ে আন্দোলন চলছে বিভিন্ন অ়ঞ্চলে। এবার এরই মাঝে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে...
Read more
Discussion about this post