ব্যস্ততম জীবনে সারাদিনে নানান রকম কর্মব্যস্ততা, মানসিক চাপ, জটিলতা প্রভৃতি লেগেই থাকে। যার প্রভাব পিরিমাদের দাম্পত্য জীবনে। এখন দাম্পত্য জীবনে নানান রকম খিটিমিটি , অশান্তি,, ঝগড়া কলহ লেগেই থাকে। কথায় আছে, ‘ দাম্পত্য কলহ জীবনের অংশ ‘। তাই এর থেকে নিস্তার পাওয়ার উপায় নেই। দুজন মানুষ একসঙ্গে দীর্ঘদিন থাকলে ছোট খাটো ঝগড়া অশান্তি লেগেই থাকত পারে। তবে দাম্পত্য উষ্ণতাকে সব সময় বজায় রাখা উচিত। দাম্পত্য উষ্ণতাকে ফুরিয়ে আনতে মাঝে মইধ্যে সঙ্গীকে সিনেমা হলে ঘুরতে নিয়ে যেতে পারেন। কখনো রেস্টুরেন্টে দুজনে খেতে যেতে পারেন। বছরে ১-২ বার দূরে কোথায় ঘুরতে যেতে পারেন। কিন্তু এগুলো সবসময় সম্ভব হয়না। কারণ আমরা দৈনন্দিন জীবনে নিজেদের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি। তাই শুধু মাত্র শোবার ঘরে ভোল পাল্টে আপনি আপনার দাম্পত্য জীবনে উষ্ণতা ফিরিয়ে আনতে পারেন। জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।
সুগন্ধি ব্যবহার
শোবার ঘরের সুগন্ধি ব্যয়ভার করলে ঘরের ভোল বদলে যায়। যার ফলে আপনার দাম্পত্য জীবন থাকে রোমান্টিকতায় ভরপুর। ঘরের পরিবেশ থাকে সুন্দর গন্ধ যুক্ত ও মনোরম। ঘরে ফুলদানিতে বিভিন্ন রকম সুন্দর গন্ধ যুক্ত ফুল রাখতে পারেন। বিশেষ করে সাদা সুগন্ধি ফুল যেমন জ্যাসমিন ও বেল ফুল এবং রঙিন গোলাপ রাখতে পারেন।
বিছানার সাজ
বিছানায় কমফোর্টার চাদর বিশেষ করে রঙিন চাদর পাতা যেতে পারে। তাছাড়া হালকা রঙ পছন্দ হলে সাদা রংয়ের চাদর ও ব্যবহার করতে পারেন।
পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর
ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তাই অগোছালো ড্রেসিং, খাটের উপর তোয়ালে ও ঘরের আনাচে কানাচে বিভিন্ন জিনিস ফেলে রাখার অভ্যাস ত্যাগ করুন। ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমাদের মানসিক স্বাস্থ্য ও দাম্পত্য জীবন উভয়ই ভালো থাকে।
গান শোনার ব্যবস্থা
শোয়ার ঘরের ক্লান্তি মেটাতে গান শোনার ব্যবস্থা থাকা জরুরি। বিশেষ করে একান্ত সময় কাটানোর জন্য গান শোনার জন্য শোয়ার ঘরে একটা ব্লুটুথ স্পিকার রাখা যেতেই পারে।
Discussion about this post