details : মোবাইল ইন্টারনেটের যুগে ইনডোর গেমস প্রায় হারিয়ে যেতে বসেছে তরুণ প্রজন্মের কাছ থেকে ।একটা প্রজন্ম জুড়ে যে ইনডোর গেমস এর চাহিদা ছিল তা বর্তমানে সময় অনেকটাই কমিয়ে এসেছে ইনডোর খেলার মধ্যে অন্যতম জনপ্রিয় খেলা ক্যারাম ।সেই খেলাকে আরো উজ্জীবিত করতে বিগত ১০ বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে কোন্নগর সম্মিলনী ক্লাব ।বিগত বছরের মত এ বছরের ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশন স্বীকৃত কোন্নগর সম্মিলনী ক্লাব আয়োজন করেছিল সারা বাংলা ক্যারাম টুর্নামেন্টের ।দুই দিনব্যাপী এই ক্যারাম টুর্নামেন্ট উৎসাহিত করেছে ক্যারাম প্রেমী বহু খেলোয়াড়দের । স্বর্গীয় মানস রায় চৌধুরীর স্মৃতি উদ্দেশ্যে বিগত ১০ বছর ধরে সারা বাংলাব্যাপী ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করে আসছে সম্মিলনী ক্লাব। এই বছরেও ঘটনি তার ব্যতিক্রম। গোটা পশ্চিমবঙ্গ থেকে ৮০ টি দল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় ।ছোট স্ট্রাইকারের এই ক্যারাম প্রতিযোগিতা দেখার জন্য একত্রিত হয়েছিল ক্যারামপ্রেমী বহু মানুষ। কলকাতা ,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ,হাওড়া, হুগলি, বাঁকুড়া ,বর্ধমানসহ একাধিক জেলা থেকে প্রতিযোগীরা এসে অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি শুভেন্দু দাস বলেন,” বর্তমান সময়ে ইনডোর গেমস প্রায় ভুলে যেতে বসেছে নতুন প্রজন্ম। এর মধ্যেও অনেকে আছে যারা ক্যারামে নিজেদের হাতে জাদু দেখায় ।বহু প্রান্তিক ঘর থেকে অনেক খেলোয়াড়রা আসেন যাদের খেলার প্রতিভা রয়েছে অভূতপূর্ব ।তবে সব সময় তারা সঠিক মঞ্চ খুঁজে পান না। সে ক্ষেত্রে বিগত ১০ বছর ধরে কোন্নগর সম্মেলনী ক্লাব আয়োজন করেছি এই ধরনের প্রতিযোগিতার। যার ফলে বহু প্রতিভাবান খেলোয়ার সুযোগ পাচ্ছেন নিজের খেলাকে জনসমক্ষে তুলে ধরার জন্য”।
Discussion about this post